X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লড়াই করে হার খুলনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ২৩:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:২৪



ম্যাচসেরা তামিম ইকবাল। বিপিএলে আগের ম্যাচে জয়ের ধারায় ফিরেছিলো খুলনা টাইটানস। শুক্রবার কুমিল্লার বিপক্ষেও টস হেরে ব্যাট করে ১৮২ রানের বিশাল লক্ষ্য দিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলো মাহমুদউল্লাহরা। কিন্তু তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের আগ্রাসী সূচনায় সেই বিশাল লক্ষ্য টপকেছে কুমিল্লা। খুলনাকে হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে। ৭ উইকেট হারিয়ে কুমিল্লা জেতে ১৯.৪ ওভারে।

১৮১ রানের বড় সংগ্রহের বিপরীতে দারুণ সূচনা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাওয়ার প্লেতে দারুণ সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল বিজয়। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে কুমিল্লার। ৪২ বলে ৭৩ রান করে ফেলা তামিমকে অবশ্য আগেই থামিয়ে দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তারপর এনামুল বিজয় দারুণ ব্যাটিং শুরু করলে ৩৭ বলে ৪০ রান করার পর তাকে ফেরান মাহমুদউল্লাহ। একটা পর্যায় পর্যন্ত জয়ের পথেই ছিলো তারা।

আচমকা তাদের সেই ছন্দে আঘাত হানেন জুনায়েদ। ১৭তম ওভারে যখন আর ২৯ রান প্রয়োজন তখন একই ওভারে পর ‍পর তুলে নেন ডসন আর ইমরুল কায়েসকে। হ্যাটট্রিকের সম্ভাবনার সঙ্গে ম্যাচে ফেরারও ইঙ্গিত দেয় এই ওভারে। পরের ওভারে মালিঙ্গা নিয়ন্ত্রিত বোলিং করলে আবার ১৯তম ওভারে রোমাঞ্চ ছড়ায় জুনায়েদের বোলিং। এই ওভারে ঝড় শুরু করতে যাওয়া শহীদ আফ্রিদি আর জিয়াউর রহমানকে ফিরিয়ে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় থিসারা পেরেরার আক্রমণাত্মক ব্যাটিং। ১৯.৪ ওভারেই ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ‍কুমিল্লা। ৭ বলে ২ চার ও একটি ছক্কায় ১৮ রানে অপরাজিত ছিলেন থিসারা। ম্যাচসেরা হন তামিম ইকবাল। 

খুলনার পক্ষে ৩২ রানে ৪ উইকেট নেন জুনায়েদ খান। একটি করে নেন মালিঙ্গা ও মাহমুদউল্লাহ।

শুরুতে টস হারলেও জুনায়েদ সিদ্দিকের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের ১৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিলো খুলনা টাইটানস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারই প্রথম মুখোমুখি হয়েছে দু্ই দল।

টস হেরে ব্যাটিংয়ের সূচনাটা হোঁচট খেয়ে শুরু হলেও জুনায়েদ সিদ্দিক ও আল আমিনের আগ্রাসী ব্যাটিংয়েই বিশাল সংগ্রহ পায় খুলনা। দুজনেই ঝড়ো ব্যাটিং বজায় রাখেন পাওয়ার প্লেতে। তাদের ঝড়ো ব্যাটিংয়ে সাত ওভারের মাঝে খুলনার স্কোর বোর্ডে জমা হয় ৭৩ রান। আল আমিন আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে আক্রমণে এসে তাকে বোল্ড করেন শহীদ আফ্রিদি। ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ফেরেন আল আমিন।
অধিনায়ক মাহমুদউল্লাহ নেমে কিছুটা গতিশীল করার চেষ্টা করেন স্কোরবোর্ড। অপরপ্রান্ত ঠিকই আগলে রেখে ঝড়ো স্টাইলে খেলতে থাকেন ওপেনার জুনায়েদ। তবে মাহমুদউল্লাহকে স্থায়ী হতে দেননি শহীদ আফ্রিদি। ১৬ রান করা মাহমুদউল্লাহকে বোল্ড করে ফেরান সাজঘরে। পরে ডেভিড মালান নামলে স্কোর বোর্ডকে আরও গতিশীল করেন জুনায়েদকে সঙ্গে নিয়ে। 
এক পর্যায়ে ৪১ বলে ৭০ রান করা জুনায়েদ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তুললেও তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হলে তার সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটে ৭০ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮১ রানে থামে খুলনার ইনিংস।
কুমিল্লার হয়ে ৩৫ রানে তিনটি উইকেট নেন আফ্রিদি। দুটি নেন ওয়াহাব রিয়াজ, একটি মোহাম্মদ সাউফউদ্দিন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!