X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অঘটন ঘটাতে চায় নোফেল

তানজীম আহমেদ
১৯ জানুয়ারি ২০১৯, ১২:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৭

শুক্রবার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। ১৩ দলের এবারের প্রতিযোগিতায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস। লিগকে ঘিরে দলগুলোর প্রস্তুতি কেমন, কী তাদের প্রত্যাশা, আর তা পূরণে লক্ষ্যই বা কী- তা নিয়ে বাংলা ট্রিবিউনের এই ধারাবাহিক আয়োজন। আজ শেষ দল হিসেবে থাকছে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব-

নোফেল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নশিপ লিগে রানার্স-আপ হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে নোফেল স্পোর্টিং ক্লাব। ফুটবলে তাদের পথচলা বেশি দিনের নয়। গতবার চ্যাম্পিয়নশিপ লিগ দিয়েই শুরু। সেখানে পাওয়া সাফল্যে সুযোগ পাওয়া প্রিমিয়ার লিগে ইতিবাচক খেলার প্রত্যাশা তাদের। কিন্তু দলের শক্তি বলছে অন্য কথা।

তারুণ্য-নির্ভর নোফেলের প্রিমিয়ার লিগে টিকে থাকাটাই মূল লক্ষ্য। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও নিজেদের অবস্থানের জানান দিয়েছে তারা। ফেডারেশন কাপে শক্তিশালী বসুন্ধরা কিংসকে রুখে দিয়ে দেখিয়েছে চমক। দলটির কোচ হিসেবে আছেন অভিজ্ঞ কামাল আহমেদ বাবু, যার তরুণ দল নিয়ে কোচিং করানোর অভিজ্ঞতা বেশ।

সেই কোচ এবারের লিগকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। নোফেলকে লিগে টিকিয়ে রাখার লক্ষ্য তার, ‘অন্য সবার মতো আমিও ভালো খেলতে চাই। এড়াতে চাই রেলিগেশন।’ রেলিগেশন এড়ানো সম্ভব বলেও মনে করছেন তিনি, ‘লিগে টিকে থাকা সম্ভব। তবে সমস্যা হলো আমরা অন্য দলগুলোর চেয়ে অনুশীলনে পিছিয়ে আছি। মাত্র ১০ দিনের পুঁজি আমাদের। অভ্যন্তরীণ সমস্যার কারণে দীর্ঘমেয়াদে অনুশীলন হয়নি। এতে একটু সমস্যা হয়তো হবে। তবে তরুণ খেলোয়াড়দের নিয়ে লিগে আমরা চাই তাড়াতাড়ি গুছিয়ে নিতে।’

নোফেলের দলে বিদেশি ছাড়া প্রিমিয়ারে খেলার অভিজ্ঞতা কোনও খেলোয়াড় নেই বললেই চলে। দুজন বাদে সবারই নতুন অভিজ্ঞতা। এটা নতুনদের জন্য চ্যালেঞ্জও বটে। এর ওপর আবার সব দলে চার বিদেশি থাকলেও তাদের দলে তিন জন। তিন বিদেশি- গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা, নাইজেরিয়ান ডিফেন্ডার মাইকেল ইয়ন্তা ও এলিটা বেঞ্জামিন জুনিয়র অন্যতম ভরসা।

কামাল বাবু বলেছেন, ‘দলে সবাই নতুন খেলোয়াড়। দুজন বাদে বাকি কারও প্রিমিয়ারে খেলার অভিজ্ঞতা নেই। এর ওপর আবার চার বিদেশির জায়গায় একজন কম। এশিয়ান কোটায় কোনও খেলোয়াড় নেই, এটা নেতিবাচক দিক। কম টাকায় তো এশিয়ান কোটার খেলোয়াড় পাওয়া যায় না। তবে এই জায়গায় একজন নতুন খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছে, এটা ভালো দিক।’

তরুণ খেলোয়াড়দের নিয়ে শুধু লিগে টিকে থাকা নয়, অঘটন ঘটানোর অপেক্ষাতে কামাল বাবু। তার প্রত্যাশা, ‘তরুণ খেলোয়াড়দের দিয়ে চমক দেখানো সম্ভব। অঘটন ঘটবে, এটা বলে দিতে পারি। অঘটন ঘটানোর অপেক্ষায় আছি।’

দলের অভিজ্ঞ খেলোয়াড় আকবর হোসেন রিদনও আশাবাদী, ‘দলে তরুণ খেলোয়াড় আছে। তাদের ঘিরে আমরা আশা দেখতেই পারি। আমাদের দলের মান কেমন তা তো সবাই জানে। সুতরাং ভালো খেলে লিগে টিকে থাকতে পারলে ভালো লাগবে।’

স্থানীয় খেলোয়াড়: আপেল মাহমুদ, কামরুল ইসলাম, রানা বিশ্বাস, মোহাম্মদ মন্নু, মনসুর আলম, মাসুদ রানা মৃধা, শাখের উল্লাহ, ফরহাদ মনা, আরিফুল ইসলাম, আকবর হোসেন রিদন, খন্দকার আশরাফুল ইসলাম, মোহাম্মদ রোমান, ফরহাদ হোসেন, মোহাম্মদ হাসান, বাদশা মিয়া, সালেহ আল সারোয়ি, রেজাউল করিম সাদ্দাম, সাকিব চৌধুরী, জমির উদ্দিন, মাহমুদুল হাসান রিতু, আশরাফ উদ্দিন রুপক, মোহাম্মদ এরশাদ, সালাহ উদ্দিন তানভীর, মোহাম্মদ ফাহিম, আব্দুল কাদের, এমদাদুল হক মনু ও মাহবুবুল ইসলাম হিমু।

বিদেশি খেলোয়াড়: ইসমাইল বাঙ্গুরা, মাইকেল ইয়ন্তা ও এলিটা বেঞ্জামিন জুনিয়র।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ