X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বড় সংগ্রহের পথে চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩

বড় সংগ্রহের পথে চিটাগং ভাইকিংস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে সুবিধা করতে পারছে না খুলনা টাইটানস। পাওয়ার প্লেতে তারা দুটি উইকেট নিলেও চিটাগং ভাইকিংস বড় সংগ্রহের পথে। ১০ ওভার শেষে ২ উইকেটে ৮৩ রান তাদের।

শরীফুল ইসলামের বলে চতুর্থ ওভারে চিটাগংয়ের উদ্বোধনী জুটি ভাঙে খুলনা। ক্যামেরন ডেলপোর্ট ১৩ রানে ডেভিড উইজের ক্যাচ হন। ১৭ রানের এ জুটি ভাঙার পর ওপেনার মোহাম্মদ শাহজাদ ছোট ঝড় তুলেছিলেন। কিন্তু ষষ্ঠ ওভারে তার ইনিংসের ইতি ঘটে। ১৭ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৩ রানে তাইজুল ইসলামের শিকার হন আফগান ওপেনার। ৫৬ রানে ২ উইকেট হারানোর পর চিটাগং প্রতিরোধ গড়েছে মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর জুটিতে।

বেশ বড় বদল নিয়ে চিটাগংয়ের মুখোমুখি হয়েছে খুলনা।কুমিল্লার বিপক্ষে খেলা জহুরুল ইসলাম, ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট ও জুনায়েদ খান খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের বদলে জায়গা পেয়েছেন পল স্টারলিং, ব্রেন্ডন টেলর, ডেভিড উইজ, শুভাশীষ রায় ও শরীফুল ইসলাম।

চিটাগংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হলো খুলনা। সিলেটের দ্বিতীয় পর্বে অন্য দলগুলো একাধিক ম্যাচ খেলার সুযোগ পেলেও চিটাগং একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।

তাদের প্রতিপক্ষ খুলনার শেষ চারে থাকাটা আরও কঠিন হয়ে উঠেছে। শুক্রবার কুমিল্লার বিপক্ষে হেরে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি তাদের বাড়াতে হবে নেট রানরেটও। এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকে। 

ঢাকায় টানা হারের পর সিলেটে এসে জয়ের দেখা পায় খুলনা। যদিও কুমিল্লার বিপক্ষে জয়ের ধারা সচল রাখতে পারেনি মাহমুদউল্লাহরা। কুমিল্লার বিপক্ষে হারের ১৯ ঘণ্টার ব্যবধানে আরেকটি ম্যাচ খেলতে হচ্ছে মাহেলা জয়াবর্ধনের দলকে। ঢাকায় মুশফিকের চিটাগংয়ের বিপক্ষে প্রথম মোকাবিলায় হেরেছিল গতবার সেরা চারে খেলা খুলনা। প্রথম লড়াইয়ে সুপার ওভারে জিতেছিল চিটাগং। ফিরতি ম্যাচে খুলনার জয়ের বিকল্প নেই। ৬ ম্যাচে মাত্র ১ জয়ে সবার শেষে তারা।

খুলনা টাইটানস একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), আল আমিন, আরিফুল হক, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, শুভাশীষ রায়।

চিটাগং ভাইকিংস একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, নাজিবউল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা