X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বস্তির জয়ে লিগ শুরু চট্টগ্রাম আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

চট্টগ্রাম আবাহনীর জয়সূচক গোলদাতা মাগালান আওয়ালাকে (বাঁয়ে) সতীর্থদের অভিনন্দন স্বাধীনতা কাপে ইনজুরিতে পড়া মাগালান আওয়ালা সম্পূর্ণ সুস্থ হতে পারেননি এখনও। তবু প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম ম্যাচে মাঠে নেমেছেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আর নেমেই তিনি দলের পরিত্রাতা। শনিবার মাগালানের গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম মিনিটে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যেতে পারতো। কিন্তু গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহ’র লম্বা পাস ধরে বক্সের মধ্যে ঢুকে পড়া  ফাহিম মোর্শেদের শট ফিরে আসে সাইড বারে লেগে। ২৪ মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে হতাশ করেছে মুক্তিযোদ্ধাকে।

ম্যাচের একমাত্র গোলের জন্ম ৫০ মিনিটে। মাগালানের ফ্রি-কিক মুক্তিযোদ্ধার ত্রিনিদাদিয়ান ডিফেন্ডার শেন অ্যান্থনি বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দিয়েছেন।

সমতায় ফিরতে মরিয়া মুক্তিযোদ্ধা বেশ কয়েকটি সুযোগ পেলেও আইভরি কোস্ট ফরোয়ার্ড বালো ফামুসার ব্যর্থতায় গোলের দেখা পায়নি। গোলকিপার মোহাম্মদ নেহালের দুর্দান্ত পারফরম্যান্স চট্টগ্রাম আবাহনীকে বিপদে পড়তে দেয়নি।

ম্যাচশেষে মাগালান বলেছেন, ‘গোল করতে পেরে খুব ভালো লাগছে। এই গোল আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’ জয়সূচক গোলদাতার প্রশংসা করে চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু্ বলেছেন, ‘মাগালান ইনজুরি নিয়ে খেলে দলকে জয় এনে দিয়েছে। সেজন্য তার প্রশংসা প্রাপ্য। আগামীতে তাকে আরও ভালো খেলতে হবে।’

হেরে গেলেও মুক্তিযোদ্ধার কোচ আব্দুল কাইয়ুম সেন্টু হতাশ নন, ‘দল যেভাবে খেলেছে তাতে আমি হতাশ নই। ফামুসা গোলের দেখা পেলে আমরা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতাম।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!