X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাটকীয় জয়ে মোহামেডানের শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:৪১

মোহামেডানের জয়ের উচ্ছ্বাস শেষ বাঁশি বাজতে বেশি বাকি নেই তখন। মোহামেডান ও বিজেএমসি ড্রয়ের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিল হয়তো। ঠিক তখনই গোল! রবিবার ২-১ গোলের নাটকীয় জয়ে প্রিমিয়ার ফুটবল লিগে শুভসূচনা করেছে মোহামেডান। দুই গোল করে ঐতিহ্যবাহী দলটির জয়ের নায়ক নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি।

হেরে গেলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে দাপট ছিল বিজেএমসির। ১৫ মিনিটে তাদের নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর জোরালো শট ঠেকিয়ে দিয়েছেন মোহামেডানের গোলকিপার খন্দকার সাদ ইশতিয়াক। ২৫ মিনিটে ফরোয়ার্ড আবদুল্লাহ আল মামুনের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে আবার হতাশ করেছে বিজেএমসিকে।

এর দুই মিনিট আগে মোহামেডানও সুযোগ নষ্ট করেছে। গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোর পাস থেকে কিংসলে শট নিয়েছেন ক্রসবারের অনেক ওপরে। তবে ৩৪ মিনিটে কিংসলে কোনও ভুল করেননি। ল্যান্ডিংয়ের ক্রস থেকে অধিনায়কের ডাইভিং হেড এগিয়ে দিয়েছে মোহামেডানকে।

বিরতির আগেই সমতা নিয়ে এসেছে বিজেএমসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেকের ফ্রি-কিক মোহামেডানের গোলকিপারকে বোকা বানিয়ে চলে গেছে জালে। ৫৪ মিনিটে ফ্রি-কিক অবশ্য পোস্টে রাখতে পারেননি ওতাবেক। ৭০ মিনিটে ল্যান্ডিংয়ের ফ্রি-কিক ঠেকিয়ে বিজেএমসির পোস্ট অক্ষত রেখেছেন গোলকিপার আবুল কাশেম মিলন।

৮০ মিনিটে দ্বিতীয় হলুড কার্ড দেখে বেরিয়ে যান বিজেএমসির ডিফেন্ডার বেইবেক ফমবাগনে। ১০ জনের প্রতিপক্ষের সঙ্গে আক্রমণের ঢেউ তুললেও গোলের দেখা পাচ্ছিল না মোহামেডান। অবশেষে ইনজুরি সময়ে সাদা-কালো শিবিরে স্বস্তি নিয়ে আসার কৃতিত্ব কিংসলের। মিডফিল্ডার কায়সার আলী রাব্বির ক্রস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ডের চমৎকার হেড মোহামেডানকে এনে দিয়েছে তিনটি মূল্যবান পয়েন্ট।

জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে কিংসলে উচ্ছ্বসিত, ‘লিগের প্রথম ম্যাচেই দলকে জয় এনে দিয়ে আমি খুব খুশি। আজ দুই গোল করে খুব ভালো লাগছে। দলকে আরও জয় এনে দিতে চাই, লিগে সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’

জয় দিয়ে শুরু করে মোহামেডানের কোচ আলী আজগর নাসিরও আনন্দিত। তার আশাবাদ, ‘পরিকল্পনা অনুযায়ী খেলার সুফল পেয়েছে দল। আশা করি, আগামীতে ছেলেরা আরও ভালো খেলবে, দলকে ভালো জায়গায় পৌঁছে দেবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা