X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

গেইলের ফর্ম নিয়ে চিন্তিত নয় রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ১৮:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৪২

এবারের বিপিএলে রান পাচ্ছেন না ক্রিস গেইল রান নেই ক্রিস গেইলের ব্যাটে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিংবা সমর্থকদের কারও ‍প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। ব্যর্থতার বৃত্তে বন্দি এই ক্যারিবিয়ানের পারফরম্যান্সে হতাশা থাকলেও চিন্তিত নয় রংপুর রাইডার্স। দলটির অলরাউন্ডার বিনি হাওয়েল জানিয়েছেন তেমনটাই।

২০১৯ সালের বিপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন গেইল। বড় ইনিংস তো দূরে থাক, একটি হাফসেঞ্চুরিও নেই নামের পাশে। সর্বোচ্চ স্কোর ২৩। বাকি চার ইনিংস যথাক্রমে- ১, ৮, ৭, ০। এর মানে মাত্র একটি ম্যাচে পেরেছেন তিনি দুই অঙ্কের ঘরে যেতে।

গত আসরে রংপুরের শিরোপা জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ব্যাটসম্যানের ব্যর্থতায় হতাশ তার ভক্তরা। যদিও রংপুর মোটেও চিন্তিত নয় গেইলের পারফরম্যান্সে। বিনি হাওয়েল বলেছেন, ‘আমরা গেইলের পারফরম্যান্স নিয়ে ভাবছি না, দলীয় পারফরম্যান্সের দিকেই সব নজর। আমরা জানি ক্রিস (গেইল) তার বড় স্কোর থেকে মাত্র একটি ম্যাচ দূরে, হতে পারে পরের ম্যাচেই সেটি আসছে।’

সিলেট সিক্সার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ে ফিরেছে রংপুর। এরপরও পয়েন্ট টেবিলের চারে নেই মাশরাফিরা। যদিও দলটির ইংলিশ অলরাউন্ডার হাওয়েলের মনে সেরা চারে থাকার বিশ্বাস, ‘অবশ্যই আমি বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি ম্যাচ জেতার চেষ্টা করব, আশা করি আমরা তিন অথবা চারে থাকতে পারব।’

মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়েও খারাপ অবস্থা খুলনার। তবু মাহমুদউল্লাহদের হালকাভাবে নিচ্ছেন না হাওয়েল, ‘ওরা (খুলনা) আসলেই খুব ভুগছে এবার। তবে তারা খুব বিপজ্জনক দল। তাই আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা আগের ম্যাচের মতো বিশেষভাবে ব্যাটে অনেক ভালো করতে চাই, এবং আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির ব্যানার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল, চলছে দলীয় কার্যক্রম
এনসিপির ব্যানার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল, চলছে দলীয় কার্যক্রম
শ্রীমঙ্গল তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
শ্রীমঙ্গল তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড
আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড
টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু