X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

তিন সম্মাননায় কোহলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৪:০৫

বিরাট কোহলি।

সাফল্যে মোড়া একটি বছর কাটিয়েছেন বিরাট কোহলি। গত বছরে চোখ ধাঁধানো পারফরম্যান্সে ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম আইসিসির তিনটি সম্মননা নিজের করে নিয়েছেন কোনও ক্রিকেটার। জিতেছেন বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব।

শুধু তাই নয় বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক হিসেবেও রয়েছেন ভারতীয় অধিনায়ক। গত বছরে ১৩ টেস্টে ৫৫.০৮ গড়ে ১ হাজার ৩২২ রান করেছেন কোহলি। এই সময় হাঁকান ৫টি শতক। আর ১৪ ওয়ানডেতে তুলেছেন ১ হাজার ২০২ রান। গড় ছিলো ১৩৩.৫৫। সেঞ্চুরি ছিলো ৬টি। ১০ টি-টোয়েন্টিতে করেন ২১১ রান।

এমন কীর্তি গড়ে কোহলি জানালেন, ‘অসাধারণ লাগছে। বছরে যে কঠোর পরিশ্রম হয়েছে এটা তারই ফসল। আইসিসির কাছ থেকে এমন সম্মাননা পেয়ে গর্ববোধ করছি।’

আইসিসির দেওয়া বছর সেরা পারফর্মারদের মধ্যে অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ জিতেছেন বছর সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার। আইসিসির ভোটিং অ্যাকাডেমি বিবেচনায় নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ১৭২ রানের বিশ্ব রেকর্ড ইনিংস। তিনি দ্বিতীয়বার পেলেন এমন সম্মাননা।

এছাড়া ভারতীয় ঋষভ পান্ত জিতেছেন উদীয়মান বছর সেরা ক্রিকেটারের পুরস্কার। স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলয়েড হয়েছেন সহযোগী দেশগুলোর মাঝে বছরসেরা ক্রিকেটার। বছর সেরা স্পিরিট অ্যাওয়ার্ড পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর বছর সেরা আম্পায়ার হয়েছেন শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ