X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় এসে গর্বিত বোয়াটেং

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১৮:০১আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:০১

বার্সেলোনায় কেভিন-প্রিন্স বোয়াটেং সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর ছিল, বার্সেলোনায় নাম লেখাচ্ছেন কেভিন-প্রিন্স বোয়াটেং। মঙ্গলবার এলো আনুষ্ঠানিক ঘোষণা, চলতি মৌসুমের জন্য সাসুউলো থেকে ধারে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছেন জার্মানিতে জন্ম নেওয়া এই ঘানাইয়ান খেলোয়াড়।

চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে কিনে নেওয়ার শর্তও। সেক্ষেত্রে বার্সেলোনকে খরচ করতে হবে ৮ মিলিয়ন ইউরো। কাতালান ক্লাবটিতে মুনির এল হাদাদির জায়গা পূরণ করবেন ৩১ বছর বয়সী বোয়াটেং। একই সঙ্গে লুই সুয়ারেসের বদলি হিসেবে তাকে দেখা যাবে মাঠে।

বার্সেলোনার মতো বড় ক্লাবে যোগ দিতে পেরে ভীষণ খুশি বোয়াটেং। নিজেকে গর্বিত মনে করছেন তিনি, ‘এখানে (বার্সেলোনা) আসতে পারাটা আমার জন্য অনেক গর্বের। স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার।’

বোয়াটেংয়ের অন্তর্ভুক্তিটা একটু অবাক করার মতোই। একে বয়স তার ৩১, এর ওপর আবার আহামরি তেমন পারফরম্যান্সও নেই। এরপরও তাকে আনার কারণ হতে পারে উসমান দেম্বেলের চোটে পড়া। এমনিতেই ফরোয়ার্ডের খেলোয়াড় নিয়ে হিসাব-নিকাশ করতে হয়েছে কোচ এরনেস্তো ভালভারদেকে, এর ওপর আবার দেম্বেলের চোট আরও বড় শূন্যতা তৈরি করেছে। তাই পরিস্থিতি অনুযায়ী মাঝমাঠ, আক্রমণভাগ ও নাম্বার নাইনের ভূমিকায় খেলতে পারদর্শী বোয়াটেংয়ে আস্থা রেখেছে দলটি।

বার্সেলোনা অবশ্য আগে থেকেই সুয়ারেসের ব্যাকআপ খুঁজছিল। তাদের পছন্দের তালিকায় সবার ওপরে ছিলেন আলভারো মোতারা। যদিও স্প্যানিশ ফরোয়ার্ড বেঞ্চ গরম করতে রাজি নন। এছাড়া কার্লোস ভেলা ও ক্রিস্তিয়ান স্তুনানিও ছিলেন বার্সেলোনার রাডারে।

শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব সাসুউলো থেকে বোয়াটেংকে ধারে এনেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ লিগেও খেলার অভিজ্ঞতা আছে তার, লাস পালমাসের জার্সিতে। বোয়াটেং খেলেছেন টটেনহাম, বরুশিয়া ডর্টমুন্ড ও এসি মিলানের জার্সিতেও। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা