X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘মালয়েশিয়ায় খেলতে পারলে ভালো হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৯:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:০৯

জিমি (বাঁমে) ও শিতুলের মালয়েশিয়ান লিগে খেলা পড়ে গেছে সংশয়ে মালয়েশিয়ান হকি লিগে খেলার সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ও ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। দেশের দুই তারকার খেলার কথা ইউনিভার্সিটি টেকনোলজি মারা দলের হয়ে। ৩ জানুয়ারি লিগ শুরু হলেও এখন পর্যন্ত জিমি-শিতুলের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়।

মালয়েশিয়ান লিগ চলবে ২ মার্চ পর্যন্ত। কিন্তু দেশের দুই হকি তারকা এখনও তাদের যাওয়ার অনুমতি পাননি। এ নিয়ে তাদের হতাশাও আছে। জাতীয় দলের অধিনায়ক শিতুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দেশের বাইরে লিগ খেলতে পারলে আমরা নিজেদের আরও উন্নতি করতে পারতাম। তবে এখনও আশা ছাড়িনি, ফেডারেশন চেষ্টা করছে।’

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যেন ওরা দেশের বাইরে লিগ খেলতে পারে।’

মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি দলের কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি বাংলাদেশের দুই খেলোয়াড়কে না পেয়ে হতাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘মালয়েশিয়ান লিগে বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নিয়ে থাকে। বাংলাদেশের দুই খেলোয়াড় এখানে খেলতে পারলে নিজেদের আরও উন্নতি করতে পারতো। সবার নজরে আসতে পারতো। কিন্তু এখন যদি তাদের না পাই, তাহলে সেটা হবে দুঃখজনক।’

ভবিষ্যতে বাংলাদেশের খেলোয়াড়রা মালয়েশিয়া লিগে খেলার সুযোগ হারাতে পারে বলেও ইঙ্গিত তার। বাংলাদেশ হকি দলের সাবেক এই কোচের বক্তব্য, ‘বাংলাদেশের দুজন খেলোয়াড় এই আসরে খেলার জন্য নিবন্ধন করেছে। এখন তাদের ছাড়াই দলটি খেলছে। শেষ পর্যন্ত যদি চলমান লিগে বাংলাদেশ থেকে আমরা খেলোয়াড় না পাই, তাহলে ভবিষ্যতে হয়তো আর কোনও খেলোয়াড়ের ডাক আসবে না। অনেকটাই নিষিদ্ধ থাকবে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার