X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘দোষটা আসলে আমার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২০:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:০৮

মাহমুদউল্লাহ বিপিএলের ষষ্ঠ আসরে পুরোপুরি ব্যর্থ খুলনা টাইটানস। টুর্নামেন্টের ৪ ম্যাচ বাকি থাকতেই একরকম নিশ্চিত হয়ে গেছে ছিটকে যাওয়া। বাকি থাকা ম্যাচগুলো নিজেদের জিততে তো হবেই, একই সঙ্গে প্রার্থনার বসতে হবে অন্য দলগুলোর হার। এরপরও থাকবে নেট রানরেটের হিসাব। এত জটিল সমীকরণ মেলানোর কোনও সম্ভাবনাই দেখছেন না খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ।

মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে বড় স্কোর গড়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে খুলনাকে। ভালো পারফর্ম করেও সবশেষ কয়েকটি ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে গত আসরে সেরা চারে খেলা দলটির। এবারের আসরে ৮ ম্যাচ শেষে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতে খুলনা। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলছেন, ‘দোষটা আসলে আমার’।

রংপুরের বিপক্ষে জিতলে সেরা চারে খেলার সম্ভাবনা কিছুটা হলেও বেঁচে থাকতো খুলনার। কিন্তু ম্যাচটি হেরে সেই সম্ভাবনা একরকম শেষই হয়ে গেছে তাদের। মাহমুদউল্লাহ বাস্তবতা মেনে নিয়ে ব্যর্থতার দায় নিজের কাঁধেই চাপাচ্ছেন। ম্যাচ শেষে খুলনা অধিনায়ক বলেছেন, ‘আপনারা হয়তো কাগজে-কলমে খুলনাকে এগিয়ে রাখবেন না। কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এই দলটির সেরা চারে খেলার সম্ভাবনা ছিল। এবার আমি হয়তো ভালো লিড করতে পারিনি। আমার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি যতখানি আশা করেছে, তা দিতে পারিনি। দোষটা আসলে আমার।’

ডেভিড মালান, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইজ, জুনায়েদ খান, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর, ইয়াসির শাহর সঙ্গে আরিফুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, শুভাশীষ রায়, তাইজুল ইসলামকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছিল খুলনা। কিন্তু সব বিভাগে একসঙ্গে জ্বলে উঠতে না পারার খেসারত দিতে হয়েছে খুলনাকে।

চমৎকার একটি স্কোয়াড নিয়েও দলকে ভালো কিছু দিতে না পারার হতাশায় পুড়ছেন মাহমুদউল্লাহ। বিপিএল ক্যারিয়ারে এত শক্তিশালী দল নিয়ে খেলার অভিজ্ঞতা নেই বলেই জানিয়েছেন তিনি, ‘আমি যত বছর বিপিএল খেলছি, এত বড় তারকার দল নিয়ে কখনও খেলেনি। সবসময় গড়পড়তা দল নিয়েই খেলেছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের দলে এবার দেশি-বিদেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সব বিভাগে একসঙ্গে ক্লিক করতে পারিনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয়নি। ব্যাটিং-বোলিং ভালো হলে আবার ফিল্ডিং হয়েছে খারাপ। যে কারণে ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’

এখন শেষ চার ম্যাচ জেতার লক্ষ্য মাহমুদউল্লাহর, ‘আমার ক্যারিয়ারের যত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কখনও যেতে হয়নি। এই সময় অনেকে অনেক ধরনের কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন যেহেতু আমাদের সেরা চারে ওঠার সুযোগ নেই। বাকি ম্যাচগুলো দলের জন্য এবং ফ্র্যাঞ্চাইজির জন্য জিততে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস