X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩

ক্যারিয়ার সেরা ১৭২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন বার্নস জো বার্নস আর ট্র্যাভিস হেডের ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৩৮৪ রান। অথচ প্রথম ঘণ্টায় তারা ২৮ রানে হারায় ৩ উইকেট!

শুক্রবার মানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে বিশ্ব ফার্নান্দোর পেসে দুই ব্যাটসম্যানের বিদায়ে তোপের মুখে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন বার্নস ও হেড।

মার্কাস হ্যারিস (১১) ও উসমান খাজা (০) ফার্নান্দোর শিকার হলে মার্নাস লাবুশেগনে ক্রিজে টেকেননি বেশিক্ষণ। অভিষিক্ত চামিকা করুনারত্নের কাছে উইকেট হারান তিনি। ২৮ রানে অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে উচ্ছ্বসিত ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের বাজে ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সারা দিনে চারটি ক্যাচ ফেলেছে লঙ্কানরা, দুইবার জীবন পান হেড আর একবার বার্নস। এই দুজনই শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ বের করে নেন।

হেডের প্রথম সেঞ্চুরি উদযাপন ওপেনার বার্নসের সঙ্গে হেডের ৩০৮ রানের অসাধারণ জুটিতে অস্ট্রেলিয়া নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। দুইবার জীবন পাওয়া হেড ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ১৫৫ বলে। সেটাকে তিনি দেড়শর ঘরে নিয়ে আউট হয়েছেন, তবে ডাবল সেঞ্চুরির হাতছানি বার্নসের সামনে। ২৪৩ বলে ২৬ চারে ১৭২ রানে অপরাজিত তিনি।

হেড ১৬১ রান করে ফার্নান্দোর তৃতীয় শিকার হন। তার ২০৪ বলের ইনিংসে ছিল ২১ চার ও ১ ছয়। দিন শেষ হওয়ার আগে বার্নসের সঙ্গে কুর্টিস প্যাটারসন ৪৮ রানের অপরাজিত জুটি গড়েন। প্রথম বলেই জীবন পাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান খেলছিলেন ২৫ রানে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!