X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিলেটের কাছে হেরে এলিমিনেটর রাউন্ডে চিটাগং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০



সিলেটের কাছে হেরে এলিমিনেটর রাউন্ডে চিটাগং বিপিএলে আজকে জয় পেলেই সেরা দুইয়ে থাকার সম্ভাবনা ছিলো চিটাগং ভাইকিংসের। কিন্তু ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা সিলেট সিক্সার্সের কাছে ২৯ রানে হেরে সেই সম্ভাবনা এখন শেষ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে মুশফিকুর রহিমের দল। আগেই সেরা চার নিশ্চিত হওয়ায় এখন এলিমিনেটর রাউন্ডে খেলতে হবে তাদের।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৬ রানে অলআউট হয়েছে চিটাগং। সিলেটের শেষ ম্যাচে চিটাগংয়ের ব্যাটসম্যানরা আশানুরূপ ভাবে জবাব দিতে পারেনি। শুধু মাত্র অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে পাওয়া যায় লড়াইয়ের ঝাঁজ। তিনি ৩২ বলে করেন সর্বোচ্চ ৪৮ রান। তারপর মোসাদ্দেক হোসেন ২৫ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরলে দ্রুত উইকেট পতনে বেশি ক্ষণ স্থায়ী হয়নি চিটাগংয়ের ইনিস। এবাদত হোসেনের বোলিংয়ে খেই হারিয়ে তারা ১৮.৩ ওভারে গুটিয়ে গেছে ১৩৬ রানে।
৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সিলেটের এবাদত। দুটি নেন ওয়েইন পারনেল।
এর আগে সিলেট তাদের নিয়মরক্ষার ম্যাচটিতে আন্দ্রে ফ্লেচারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে সিলেট ৫ উইকেটে করে ১৬৫ রান।

টস জিতে চট্টগ্রাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরুটা ভালো ছিল না তাদের। ৩৭ রানের মধ্যে দলটি হারায় আফিফ হোসেন (১) ও জেসন রয়ের (১১) উইকেট। ওই ধাক্কা কাটিয়ে উঠে বড় জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার ও সাব্বির রহমান। তাদের ব্যাটে ১০০ ছাড়ায় সিলেট।
ঝড়ো ব্যাটিংয়ে সাব্বির ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। তার আউটের পর ফ্লেচারের সঙ্গে মিলে আক্রমণাত্মক ব্যাট করেছেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি ব্যাটসম্যান ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় খেলে যান ৩৪ রানের কার্যকরী ইনিংস।
সাব্বির ও নওয়াজ ভালো শুরু করে ইনিংস লম্বা করতে না পারলেও ফ্লেচার তুলে নেন হাফসেঞ্চুরি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৩ বলে করে যান ৬৬ রান, যাতে ছিল ৬ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার। তার এই ইনিংসে ভর করেই সিলেটের রান হয়েছে ১৬৫।
বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন হার্ডাস ভিলিয়ন। চিটাগংয়ের এই দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন নাঈম হাসান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা