X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লাকে উড়িয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ারে রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩২

দাপুটে জয়ে শীর্ষে রংপুর রাইডার্স (ফাইল ছবি) কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল আগেই। তবে শীর্ষে নাকি দ্বিতীয় স্থানে থেকে, সেটা নিশ্চিত ছিল না রংপুর রাইডার্সের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা টেবিলের শীর্ষে থেকেই নামতে যাচ্ছে কোয়ালিফায়ারে। সেখানে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে নেমে যাওয়া এই কুমিল্লাই।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লাকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে রংপুর। কুমিল্লাকে ৭২ রানে অলআউট করে মাশরাফিরা জিতেছে ৯ উইকেটে। ইমরুল কায়েসদের ১৬.৩ ওভারে অলআউট করে মাত্র ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারে জয় নিশ্চিত করে রংপুর।

এই জয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (১.০২) নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করলো রংপুর। সমান ম্যাচে কুমিল্লার পয়েন্টও ১৬, তবে নেট রানরেটে (০.০৭) পিছিয়ে থেকে তারা শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দল দুটিই।

বোলিংয়েই কাজের কাজ সেরে রেখেছিল রংপুর। কুমিল্লাকে ৭২ রানে গুটিয়ে দেওয়ার পর জয় পেতে কোনও বেগ পেতে হয়নি তাদের। মেহেদী মারুফের (৫) উইকেটটি হারিয়ে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে সহজ জয় নিশ্চিত করে তারা। গেইল ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৫ রানে, আর ডি ভিলিয়ার্স ২২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ৩৪ রানের ইনিংস।

পয়েন্ট টেবিলের হিসাবে খুব একটা গুরুত্ব না থাকলেও ম্যাচটি দুই দলের জন্য ছিল ফাইনালে ওঠার ‘প্রস্তুতি’। যেখানে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি কুমিল্লার। রবি বোপারা (৩/৭), নাহিদুল ইসলাম (২/৯) ও মাশরাফি বিন মুর্তজার (২/১৮) চমৎকার বোলিংয়ে ১৬.৩ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ‍দ্বিতীয় বলেই আউট শূন্য রানে। খানিক পর আরেক ওপেনার এনামুল হক ফেরেন ৫ রান করে। শুরুর ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। রংপুরের বোলারদের সামনে হারিয়েছে একের পর এক।

দলীয় সর্বোচ্চ ২১ রান এসেছে সাত নম্বরে নামা জিয়াউর রহমানের ব্যাট থেকে। এছাড়া লিয়াম ডসন করেন ১৮, আর শামুসর রহমানের ব্যাট থেকে আসে ১২ রান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের