X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩২

‘সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে’ নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে মাশরাফি এখন সংসদ সদস্য। সামনের বিশ্বকাপ খেলেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তারপর কি ক্রিকেট মাঠে আর দেখা যাবে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে? পরিষ্কার করে কিছু না বললেও সামনের বিপিএল খেলার ইচ্ছার কথা জানিয়ে রাখলেন মাশরাফি।

বুধবার শেষ হয়ে গেছে মাশরাফির বিপিএল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার দল রংপুর রাইডার্স কোয়ালিফায়ারে হেরে ফাইনাল খেলার সুযোগ হারিয়েছে। তাহলে কি শেষ হয়ে গেল মাশরাফির বিপিএল ক্যারিয়ার? বিশেষ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যে গুঞ্জন আছে, তাতে করে এই প্রশ্ন সামনে আসাটা অস্বাভাবিক নয়।

২০০১ সালে ১৭ বছর বয়সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর চার দিনের কোনও ম্যাচ না খেলেই অভিষেক হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। টেস্ট সিরিজ শেষে একই দলের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক মাশরাফির। সব মিলিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি পথচলা শুরু ২০০১ সালে। ক্রিকেট ক্যারিয়ারের ১৮ বছর পেরিয়ে মাশরাফি এখন পা দিয়েছেন ১৯ বছরে।

মাশরাফির স্বপ্ন অন্তত ২০ বছর ক্রিকেট খেলা। বিপিএলের চারটি শিরোপার মালিক বুধবারের ম্যাচ শেষে বলেছেন, ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে বিপিএল চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে, জানি না। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বিপিএলের টামিংটা মিলে গেলে আমার খেলতে কোনও সমস্যা নেই।’

তাহলে আর কত বছর খেলবেন মাশরাফি? বললেন, ‘সবসময় ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, বিপিএল, প্রিমিয়ার লিগ এগুলো আমাদের বড় টুর্নামেন্ট। এখান থেকেই সবাই জাতীয় দলে যায়। আমার ইচ্ছা ২০ বছর ক্রিকেট খেলার। হবে কিনা জানি না। তবে ইচ্ছা আছে।’

৯ ফেব্রুয়ারি রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন মাশরাফি। জাতীয় দল যখন নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে ব্যস্ত থাকবে, তখন শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। মাশরাফি এবারের প্রিমিয়ার লিগ খেলবেন না। অবশ্য কেবল তিনি নন, দলের সিনিয়র অনেক ক্রিকেটারই প্রিমিয়ার লিগ খেলবেন না বলে জানিয়েছেন মাশরাফি, ‘টানা খেলার ধকল সামলাতে পারব না। নিউজিল্যান্ড থেকে ফিরে চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। যদিও বা খেলি তাহলে সুপার লিগ থেকে খেলব। কেবল আমিই না, দলের অনেকেই এবার প্রিমিয়ার লিগ খেলবেন না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া