X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জয়ে ফিরেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭

রোনালদো ও খেদিরার গোল উদযাপন ইতালিয়ান কাপে হার ও সিরি ‘এ’তে ড্রয়ের পর জয়ের দেখা পেলো জুভেন্টাস। রবিবার শীর্ষ লিগে ৩-০ গোলে তারা জিতেছে সাসসুওলোর মাঠে।

ফিওরেন্তিনার মাঠে নাপোলির গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল জুভেন্টাসের সামনে। তারা সেটা লুফে নিলো শতভাগ। ২৩ ম্যাচ শেষে দ্বিতীয় দল নাপোলির (৫২) চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে জুভরা (৬৩)।

২৩ মিনিটে সামি খেদিরা গোলমুখ খোলেন। মিরালেম পিজানিচের কর্নার থেকে দ্বিতীয়ার্ধে ক্রিস্তিয়ানো রোনালদো খালি জালে বল জড়িয়ে লিগের শীর্ষ গোলদাতার আসনে ফেরেন। প্রতিপক্ষের মাঠে তৃতীয় গোল করেন এমরে ক্যান।

পাউলো দিবালাকে এদিন বেঞ্চে রেখে আক্রমণে ফেডেরিকো বার্নার্ডেসচিকে নামান জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। গোলপোস্টের নিচে ফেরেন উজচেখ শেসনি। সাবেক আর্সেনাল গোলরক্ষকের শুরুতেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। চতুর্থ মিনিটে ফিলিপ দুরিচিচের সঙ্গে সংঘর্ষে পেনাল্টির আশঙ্কায় পড়েন তিনি। যদিও রেফারি পাউলো মাজ্জোলেনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন।

লিগে আগের ম্যাচে পার্মার বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও ৩-৩ গোলের ড্রয়ে পয়েন্ট হারায় জুভেন্টাস। এবার কোনও হতাশার মুখোমুখি হতে হয়নি তাদের। রোনালদোর চেষ্টা গোলরক্ষক আন্দ্রে কোনসিগলি রুখলেও খেদিরা ২৩ মিনিটে গোলমুখ খোলেন।

ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে রোনালদো লিগ মৌসুমের ১৮তম গোল করেন। এই গোলে আবার সিরি ‘এ’র শীর্ষ গোলদাতার আসনে বসেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদো ও দিবালার সমন্বিত চেষ্টায় ৮৬ মিনিটে কোনাকুনি নিচু শটে ৩-০ করেন ক্যান।

পরের সপ্তাহে জুভেন্টাস সিরি ‘এ’তে স্বাগত জানাবে ফ্রোসিনোনকে। তারপর অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে যাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!