X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাকিবকে না পেয়ে দুশ্চিন্তায় রোডস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮

হেড কোচ রোডসের সঙ্গে সাকিব। আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সাকিব মানেই একের ভেতর দুই। ব্যাটিং-বোলিং দুই বিভাগে ভারসাম্য আনতে দলে কার্যকরী ভূমিকা রাখেন। তাইতো কিউইদের বিপক্ষে সাকিবের অনুপস্থিতি কঠিন পরিস্থিতিতে ফেলেছে বাংলাদেশকে। বিশ্বসেরা অলরাউন্ডারের এই অনুপস্থিতি খুব করে ভাবাচ্ছে প্রধান কোচ স্টিভ রোডসকে।

যে কোন দলের জন্য নিউজিল্যান্ড সফর অত্যন্ত কঠিন। এমন কঠিন কন্ডিশনে সাকিবের মতো একজনকে হারালে তা সিরিজকে আরও কঠিন করে তুলে। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস আক্ষেপ করেই বললেন, ‘তার না থাকা আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কার। কারণ বিশ্বে সাকিবের মতো খেলোয়াড় তেমন একটা নেই।’

আবার যে কোন কন্ডিশনে বল হাতে নিজের সেরাটা তুলে আনতে পারেন সাকিব। কিউই কন্ডিশনে সাকিবের অবর্তমানে স্বাগতিকরা স্পিন নির্ভর উইকেট বানালেও অবাক হবেন না স্টিভ রোডস, ‘আমাদের শক্তিশালী দিক হচ্ছে স্পিন। তবে এখানে স্পিনারদের নিয়ে খুব বেশি আশা করাটা ভুল। কেবলমাত্র লেগ স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। তারা (নিউজিল্যান্ড) জানে আমারা সেরা স্পিনারকে হারিয়েছি। তাই হয়তো তারা আমাদের জন্য স্পিন উইকেট বানাতে পারে।’

সাকিবের না থাকাটা স্টিভ রোডসকে ধাক্কা দিলেও মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম আশার আলো দেখাচ্ছে তাকে। মোস্তাফিজুর রহমানের মতো একজন বোলার দলে আছেন বলে স্বস্তি বোধ করছেন। কাটার মাস্টারের প্রশংসা করে স্টিভ রোডস বললেন, ‘আমার মনে হয়, সাদা বলের ক্রিকেটে যে কোন দলই তাকে নিতে চাইবে। ওয়ানডেতে সেরা পাঁচজনের মধ্যে একজন সে (মোস্তাফিজ)। ইনিংসের শেষদিকে যখন চাপ থাকে, তখনকার জন্যও সে খুব ভালো পারফর্মার। যে কোনো দলের বিপক্ষে খেলার আগে, মোস্তাফিজ বড় একটা ফ্যাক্টর।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা