X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশাল জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৩

অ্যান্ডারসন ও মঈনের বলে উইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারেনি বীরদর্পে লড়াই করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাতে সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজ পায় ৪৮৫ রানের বিশাল লক্ষ্য। শেষ বিকেলে রোস্টন চেজ প্রতিরোধ গড়লেও অন্য ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণে উইন্ডিজ হেরেছে ২৩২ রানের বিশাল ব্যবধানে।

দাপুটে এই জয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড। প্রথম দুটি ম্যাচই হেরেছিল তারা। ২-১ এ এগিয়ে থেকে সিরিজ শেষ করলো উইন্ডিজ।

৪ উইকেটে ৩২৫ রানে মঙ্গলবারের খেলা শুরু করে ইংল্যান্ড। ১১১ রানে অপরাজিত খেলতে নামা রুট আউট হলে তারা ৫ উইকেটে ৩৬১ রানে ঘোষণা করে ইনিংস। এরপর ২৫২ রানে স্বাগতিকদের গুটিয়ে দেয় তারা।

শ্যানন গ্যাব্রিয়েলের বলে ১২২ রানে থামেন রুট। ইংলিশ অধিনায়কের ২২৫ বলের ইনিংসে ছিল ১০ চার। অন্য প্রান্তে ৪৮ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস। দুজনের জুটি ছিল ১০৭ রানের।

লক্ষ্যে নেমে জেমস অ্যান্ডারসনের তোপে পড়ে উইন্ডিজ। মাত্র ১০ রানে প্রথম তিন উইকেট তুলে নেন ইংলিশ পেসার।

একা হাতে লড়লেন রোস্টন চেজ দলীয় ৩১ রানে আরও একটি উইকেটের পতন ঘটলে শিমরন হেটমায়ারকে নিয়ে ছোট প্রতিরোধ গড়েন চেজ। ৪৫ রান যোগ করেন তারা।

এরপর চেজ আরও দুটি উল্লেখযোগ্য জুটি গড়েন। কেমার রোচের সঙ্গে ৪৬ ও আলজারি জোসেফকে নিয়ে ৫৬ রান যোগ করেন। জোসেফ ইনিংসের দ্বিতীয় সেরা ৩৪ রান করেন।

অন্য প্রান্তের ব্যাটসম্যানরা সফল না হলেও চেজ তার পঞ্চম সেঞ্চুরিতে সাজান ঝলমলে ইনিংস। ১৯১ বলে ১২ চার ও ১ ছয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি।

অ্যান্ডারসন ও মঈন আলী ইংল্যান্ডের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দেওয়া মার্ক উড। এই ইংলিশ পেসার ওই ইনিংসে নেন ৫ উইকেট, শেষ ইনিংসেও পেয়েছেন একটি। সিরিজসেরা হয়েছেন উইন্ডিজ পেসার রোচ। তিন ম্যাচে ১৮ উইকেট নেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া