X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৩ রানে সাব্বিরের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৯

ইনিংস লম্বা করতে পারেননি সাব্বির মাশরাফি মুর্তজার চাওয়াতে নিষেধাজ্ঞা কমিয়ে ওয়ানডে দলে জায়গা দেওয়া হয়েছিল সাব্বির রহমানকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা স্মরণীয় করতে পারেননি বাংলাদেশের এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি আউট হলেন মাত্র ১৩ রান করে। ২৩তম ওভারে মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হন সাব্বির। তার ২০ বলের ইনিংসে ছিল দুটি চার। ২৫ ওভারে ৬ উইকেটে ১১৪ রান বাংলাদেশের।

নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা। প্রথম ১০ ওভারে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় তারা। তারপর মাহমুদউল্লাহ ছোট প্রতিরোধ গড়লেও হাল ধরতে পারেননি। সবশেষ বিদায় নেন সাব্বির। ক্রিজে আছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম বলে ম্যাট হেনরিকে চার মারেন তামিম ইকবাল। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে টিকতে পারেননি বেশিক্ষণ। দ্বিতীয় ওভারে তিনি বিদায় নেন মাত্র ৫ রান করে। ট্রেন্ট বোল্টের আউটসুইংয়ে পেছনে টম ল্যাথামকে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার, শেষ হয় তার ৬ বলের ইনিংস।

দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে সুবিধা করতে পারেননি লিটন দাস। পঞ্চম ওভারের প্রথম বলে হেনরির কাছে বোল্ড হন এই ওপেনার। করেন ৮ বল খেলে মাত্র ১ রান। ১৯ রানে ২ উইকেট হারায় সফরকারীরা।

মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের জুটিতে শুরুর এই ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠছিল বাংলাদেশ। কিন্তু তিন বলের ব্যবধানে বিদায় নেন দুজন। অষ্টম ওভারের শেষ বলে বোল্টের কাছে বোল্ড হন মুশফিক (৫)। ২৩ রানের জুটি ভাঙার পর আর কোনও রান যোগ না হতেই চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। হেনরির শর্ট বল হুক করতে গিয়ে তার হাতেই ক্যাচ দেন সৌম্য। ২২ বলে ৫ চার ও ১ ছয়ে ৩০ রান করেন তিনি।

মিঠুনকে নিয়ে মাহমুদউল্লাহর জুটিও বেশি দূর গড়ায়নি। ২৯ বলে ১৩ রান করে লোকি ফার্গুসনের শিকার হন তিনি।

নিউজিল্যান্ডের সবশেষ সফরে বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেটে কিছুটা লড়াই করলেও হারের বৃত্ত ভাঙা যায়নি। এবারের সফরে দুই বছর আগের সিরিজের স্মৃতি ভুলে যেতে চাইলেও চোট পেছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সেবার চোটের মিছিলে সফরের শেষ দিকে ভীষণ ভুগেছিল টাইগাররা। আর এবার চোটের ধাক্কা শুরু হয়ে গেছে সিরিজ শুরুর আগেই।

সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায়। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়া কঠিন পরীক্ষায় মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না