X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মান বাঁচালেন সেই মিঠুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৮

মোহাম্মদ মিঠুন। কিউইদের বিপক্ষে মান বাঁচানো সংগ্রহ এসেছে মিঠুনের ব্যাটিং দৃঢ়তায়। তার ৬২ রানের ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ দুইশো পেরুতে সক্ষম হয়েছে। সম্প্রতি খেলা বেশ কিছু ম্যাচেই বাংলাদেশের ইনিংস মেরামতের কাজটা খুব ভালোভাবেই সামলেছেন মোহাম্মদ মিঠুন। তাকে অবশ্য দলে রাখতে কম যুদ্ধ করতে হয়নি অধিনায়ক মাশরাফিকে। গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচেও অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন উইকেট কিপার এই ব্যাটসম্যান।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪২ রান তুলতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এরপর মিঠুন, মাহমুদউল্লাহ-সাব্বির-মিরাজ-সাইফউদ্দিন-মাশরাফির সঙ্গে ছোট ছোট বেশ কিছু জুটি গড়ে দলের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় জুটিটি আসে সাইফউদ্দিনের সঙ্গে। অষ্টম উইকেটে দুইজন মিলে গড়েন ৮৪ রানের রেকর্ড জুটি। এর আগে অষ্টম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগের সেরা জুটি ছিল খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকের। ২০০৩ বিশ্বকাপে কিম্বার্লিতে অপরাজিত ৭০ রানের জুটি গড়েছিলেন তারা।

ম্যাচের পুরোটা সময় পরিস্থিতির দাবি মিটিয়ে মিঠুন খেলেছেন ৬২ রানের ইনিংস। লকি ফার্গুসনের বলে স্লগ করার চেষ্টা করতে গিয়ে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে ৫ চারে ৯০ বলে ৬২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। এর আগে ম্যাট হেনরির বলে সিঙ্গেল নিয়ে ৭৩ বলে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।

৪ বছর পর গত বছর জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ত্রিদেশীয় সিরিজের দলে ফিরেছিলেন মিঠুন। তবুও নিশ্চিত ছিল না তার দলে টিকে থাকা। কেননা দলে ছিলেন এনমুল হক বিজয়। শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওই সিরিজের ফাইনালে সুযোগ পান অবশেষে। ফাইনালের আগের চারটি ম্যাচে বিজয় ১৯, ৩৫, ০ ও ১ রান করলে ভাগ্য খোলে মিঠুনের। কিন্তু ফাইনালের মতো চাপের ম্যাচে মিঠুন ১০ রানের বেশি করতে পারেননি।

ত্রিদেশীয় সিরিজে ফিরেও থিতু হতে পারেননি তিনি। জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পাননি। তার বদলে সুযোগ পাওয়া এনামুল ব্যর্থ হলে এশিয়া কাপের দলে ফের সুযোগ আসে তার। অবশ্য এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন।

এশিয়া কাপে ছয় ম্যাচের প্রথমটিতেই ৬৩ রানের ইনিংস খেলেছেন মিঠুন। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। পরের তিনটি ইনিংসে মিঠুনের ব্যাটে এসেছে ২, ৯ ও ১ রান। শেষবার পাকিস্তানের বিপক্ষে ৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন, যা দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। শেষপর্যন্ত সেই ম্যাচেও জয় আসে।

মাশরাফি ও স্টিভ রোডস এমন কাউকে চেয়েছিলেন যে কি না মিডল অর্ডারে নেমে বড় ইনিংস খেলতেও পারবে, সঙ্গে স্পিন বলটা দারুণ সামলাতে পারবে। মিঠুন; যিনি কিনা মূলত একজন ওপেনার, তাকে দিয়ে এই কাজটা সম্ভব বলেই মানছিলেন রোডস-মাশরাফি। একটু একটু করে মিঠুন নিজেকে প্রমাণও করছেন। কোচ-অধিনায়কের ভরসার প্রতীক হয়ে বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করছেন নিয়মিত!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা