X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হেরেই চলেছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

মোহামেডানের বিপক্ষে সাইফের গোল উদযাপন জয় দিয়ে শুরু হয়েছিল তাদের এবারের প্রিমিয়ার লিগ ফুটবলের আসর। তাতে মোহামেডান ক্যাম্পে আত্মবিশ্বাসের রেণু উড়লেও তা হতাশায় রূপ নিতে সময় নেয়নি। ওই জয়ের পর হেরেই চলেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। বুধবার সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলের হারে পেয়েছে টানা চতুর্থ হারের তিক্ততা। দিনের পরের খেলায় শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছিল মোহামেডান। তবে তাদের সেই আশায় শুরুতেই জল ঢেলে দেয় সাইফ। ম্যাচ ঘড়ির দশম মিনিটে ফরোয়ার্ড দেনিস বোলশাকোভের লক্ষ্যভেদে এগিয়ে যায় আগের ম্যাচে শেখ রাসেলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়া দলটি।

রাশিয়ান ফরোয়ার্ডের গোলে অ্যাসিস্ট করা দক্ষিণ কোরিয়ান সিউনগিল পার্কের পাস থেকেই দ্বিতীয় গোলটি আসে সাইফের। বিরতি থেকে ঘুরে আসার মিনিট দুয়েক পর তাদের গোল উৎসবে মাতান দেইনার কর্দোবা। কলম্বিয়ান ডিফেন্ডারের গোলে আরও পিছিয়ে পড়া মোহামেডান অবশ্য খেলায় ফেরার ইঙ্গিত দেয় ৬৭ মিনিটে, যখন আমির হাকিম বাপ্পীর হেডে বল জালে জড়ালে। পাশবন মোল্লার কর্নার থেকে পাওয়া গোলে সাদা-কালোরা ব্যবধান কমালেও হার আর এড়াতে পারেনি।

যাতে টানা চার ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ১১ নম্বরে থাকা মোহামেডানকে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। বিপরীতে জয়ে ফেরা সাইফ ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিনে।

এই সাইফের সঙ্গেই আগের ম্যাচে ড্র করা শেখ রাসেলও ফিরেছে জয়ের পথে। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৬৬ মিনিটে ডিফেন্ডার খালেকুরজামানের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে করা লক্ষ্যভেদটাই শেখ রাসেলকে এনে দেয় পুরো ৩ পয়েন্ট।

এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল। আর এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম আবাহনী ৮ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!