X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সমকামী’ বলায় চার ওয়ানডে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৪

জো রুটকে ‘সমকামী’ বলে নিষিদ্ধ শ্যানন গ্যাব্রিয়েল মাঠে অশালীন আচরণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সবসময়ই কঠোর। তবে শ্যানন গ্যাব্রিয়েলের বিষয়টি একটু ‘সাদামাটা’ই মনে হয়েছিল। কেননা যাকে ‘সমকামী’ বলেছিলেন এই পেসার, সেই জো রুট স্বাভাবিকভাবেই নিয়েছিলেন বিষয়টি। যদিও পার পাননি ক্যারিবিয়ান পেসার, তাকে চার ওয়ানডে নিষিদ্ধ করেছে আইসিসি।

বুধবার এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা গ্যাব্রিয়েলকে চার ওয়ানডে নিষিদ্ধের সঙ্গে জরিমানা করেছে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ। একই সঙ্গে তিনি পেয়েছেন ৩ ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের। স্টাম্প মাইকে ধরা পড়ে গ্যাব্রিয়েলের কোনও একটি কথায় জো রুটের উত্তর, ‘এই ধরনের কথা বলে অপমান করো না। সমকামী হওয়া কোনও দোষের নয়।’ অবশ্য ক্যারিবিয়ান পেসারের ঠিক কোন কথায় ইংলিশ অধিনায়ক এমনটা বলেছিলেন, সেটা বোঝা যায়নি। ওই ঘটনায় পর রুট জানিয়েছিলেন, খেলার মাঠে অনেক কিছুই হয়, তবে ‘গ্যাব্রিয়েল নিজেই অনুশোচনা করবে’ তার মন্তব্যের জন্য।

মাঠের ভেতরে স্লেজিংয়ে অনেক সময়ই অনেক ক্রিকেটার আপত্তিকর কথা বলে থাকেন। ‘খেলার অংশ’ হিসেবে তা বিবেচিত হয়, রুটের বক্তব্যে সেটারই ইঙ্গিত ছিল। তবে আইসিসি গ্যাব্রিয়েলের করা ‘সমকামী’ মন্তব্যকে হালকাভাবে নেয়নি। ইংলিশদের সেন্ট লুসিয়া টেস্ট জয়ের পর আইসিসি ক্যারিবিয়ান পেসারের বিরুদ্ধে অভিযোগ আনে এবং বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেয় ম্যাচ রেফারি জেফ ক্রো’র ওপর।

গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আনা ‘কোড অব কন্ডাক্ট’-এর ২.১৩ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। টেস্ট সিরিজ শেষে ইংলিশদের বিপক্ষে শুরুতেই ওয়ানডে সিরিজ থাকায় তিনি ৫০ ওভারের চারটি ম্যাচ খেলতে পারবেন না। গ্যাব্রিয়েল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন পড়েনি। ক্রিকইনফো  

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ