X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিএআর বিতর্কের পর রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫

রিয়াল মাদ্রিদের গোল উদযাপন ভাগ্যকে দুষতেই পারেন আয়াক্স সমর্থকরা। একে শেষ মুহূর্তের গোলে হেরেছে, এর ওপর বল জালে জড়িয়েও গোল পায়নি তারা। প্রথমার্ধে ভিএআর বিতর্কের পর আমস্টারডাম থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের অন্য ম্যাচে টটেনহাম ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে।

লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়ে আসার আত্মবিশ্বাস ছিল সঙ্গী। রিয়াল মাদ্রিদ কোচ শিষ্যদের কাছ থেকে দিনকয়েক আগের পারফরম্যান্সই প্রত্যাশা করেছিলেন। যদিও আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। আমস্টারডাম অ্যারেনায় প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬০ মিনিট পর্যন্ত। করিম বেনজিমার লক্ষ্যভেদে এগিয়ে গেলেও হাকিম জিয়েখের গোলে সমতায় ফেরে আয়াক্স, তবে শেষ দিকে মার্কো আসেনসিও জাল খুঁজে পেলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

তবে তার আগে জন্ম নিয়েছে বিতর্কের। বল জালে জড়িয়েও গোল পায়নি আয়াক্স। ৩৭ মিনিট ডাচ ক্লাবটির ডিফেন্ডার নিকোলাস তাগিয়াফিকো হেডে লক্ষ্যভেদ করলেও গোল হয়নি। দলটির মিডফিল্ডার দুসান তাদিচ ‘অফসাইডে’ থাকায় ম্যাচ রেফারি ভিএআর-এর সাহায্য নিয়ে বাতিল করে দেন গোলটি।

কঠিন প্রথমার্ধের পর ৬০ মিনিটে বেনজিমার গোলে লিড নেয় মাদ্রিদের ক্লাবটি। ভিনিসিয়াস জুনিয়র ক্ষীপ্রগতিতে বক্সে ঢুকে পড়ে ফাঁকায় থাকা বেনজিমাকে পাস দিলে ফরাসি স্ট্রাইকার লক্ষ্যভেদ করতে ভুল করেননি। যদিও খেলায় ফিরতে মরিয়া আয়াক্স একের পর এক আক্রমণ চালাতে থাকে রিয়ালের রক্ষণে। সফলও হয় ৭৫ মিনিটে, যখন হাকিম বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে পান।

১-১ সমতায় থেকে ম্যাচ যখন শেষের পথে, ঠিক তখনই রিয়ালকে অ্যাওয়েতে গুরুত্বপূর্ণ জয় এনে দেন বদলি খেলোয়াড় আসেনসিও। ৮৭ মিনিটে দানি কারভাহালের চমৎকার ক্রস পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন তিনি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ডর্টমুন্ডকে সহজেই হারিয়েছে টটেনহাম। শেষ দিকের জোড়া গোলে জার্মান ক্লাবকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ ক্লাবটি। ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধ শেষে ৪৭ মিনিটে স্পারদের এগিয়ে নেন সন হিয়াং-মিন। ৮৩ ‍মিনিটে ইয়ান ভেরতোনগেন ব্যবধান দ্বিগুণ করার মিনিট তিনেক পর ফের্নান্দো ইয়োরেন্তে জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!