X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জয় অব্যাহত বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৬

বসুন্ধরা কিংসের আক্রমণের একটি মুহূর্ত। প্রিমিয়ার ফুটবল লিগে জিতেই চলেছে বসুন্ধরা কিংস। টানা পঞ্চম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা। এবার নবাগত দলটি কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দেশোবিকভের একমাত্র গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

লিগে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে ছিলো গোল খরা। একাধিক সুযোগ পেয়েও বসুন্ধরা কিংস গোল করতে পারেনি। বিরতির পর অবশ্য আক্রমণে ধার বাড়ায় তারা। সেই সুবাদে গোল পেতে দেরি করতে হয়নি। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসকে ফেলে দেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ওসাজি। সঙ্গে সঙ্গে বেজে ওঠে রেফারির বাঁশি। পেনাল্টি থেকে বখতিয়ার দেশোবিকভ গোল করে দলকে এগিয়ে নেন।

ম্যাচের বাকি সময় কোন দলই আর গোল করতে পারেনি। দেশোবিকভের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় বসুন্ধরার।

খুব বেশি গোল না পাওয়ায় কিছুটা আক্ষেপ ঝরেছে বসুন্ধরা কিংসের ম্যানেজার জোবায়ের নিপুর কণ্ঠে। একই সঙ্গে রেফারিং নিয়ে ছিলো অভিযোগ, ‘আমরা আরো গোলের ব্যবধানে জিততে পারতাম। কিন্তু রহমতগঞ্জ খুব বেশি রক্ষণাত্মক খেলার কারণে একাধিক গোলে জেতা সম্ভব হয়নি। এছাড়া আমাদের দুটো পেনাল্টি দেয়নি রেফারি।’

পাল্টাপাল্টি অভিযোগ ছিলো রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানিরও, ‘আমাদের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না। এভাবে রেফারিং হলে ম্যাচ থেকে পয়েন্ট পাবো কী করে? এছাড়া আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু গোল পাইনি।’

দিনের অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ও বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৬ ম্যাচ শেষে নোফেল ও বিজেএমসি দুই পয়েন্ট সংগ্রহ করেছে। তবে বিজেএমসি এক ম্যাচ বেশি খেলেছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’