X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ক্রাইস্টচার্চে ব্যাটসম্যানদের জ্বলে উঠতেই হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৬

মোহাম্মদ আশরাফুল। নেপিয়ারে টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ দলের স্কোর ২৩২ রানের বেশি হয়নি। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে ম্যাচ জেতার জন্য এই রান যথেষ্ট ছিল না। আগামী শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে জিততে হলে সফরকারীদের টপ অর্ডারের রানে ফেরা জরুরি। বিশেষ করে দলের সিনিয়র ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ঠিক এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহরা জাতীয় দলে খেলছেন দীর্ঘ দিন ধরেই। তাদের অভিজ্ঞতার ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। সাবেক অধিনায়ক আশরাফুল তাদের নিয়ে বেশ আশাবাদী, ‘আশা করছি আমাদের তিন সিনিয়র ব্যাটসম্যান (তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) তাদের উইকেটের মূল্য রাখবে। তামিম টপ অর্ডারে এবং বাকি দুজন মিডল অর্ডারে অবদান রাখবে। যা তরুণ খেলোয়াড়রা অনুসরণ করবে। তামিম তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। সে ও লিটন ভালো শুরু এনে দেবে। যাতে পরবর্তী ব্যাটসম্যানরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে।’

নিউজিল্যান্ডে মোহাম্মদ আশরাফুল। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। গত ম্যাচে যেমনটা হয়েছে। শনিবার প্রথম ম্যাচের মতো টপ অর্ডার ব্যর্থ হলে ক্রাইস্টচার্চে ম্যাচ জেতাও কঠিন হয়ে যাবে। তেমন সতর্কবার্তা দিয়ে রাখলেন ২০০৭ সালে ক্রাইস্টচার্চে খেলা আশরাফুল, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে ম্যাচ জিততে গেলে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান থাকতে হয়। নয়তো ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। এই ধরনের উইকেটে রান করা কঠিন নয়। তবে শুরুতে কিছুটা সমস্যা হয়। আশা করি টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেটের চরিত্র বুঝে খেলতে পারবে। আগের ম্যাচে সৌম্য কিন্তু উইকেটের চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়েছিল। যদিও ইনিংসটাকে বড় করতে পারেনি।’

তামিম দুর্দান্ত ফর্ম নিয়েই নিউজিল্যান্ড গেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ খেলেছেন। বিপিএলের ফাইনালে ৬১ বলে ১৪১ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করার পরদিন নিউজিল্যান্ডগামী বিমানে চড়েছেন। প্রথম ম্যাচে রান না পেলেও তামিমের রানে ফেরার অপেক্ষা। ব্যাটিংয়ের ধরনের কারণে নিউজিল্যান্ডে সৌম্যর কাছে প্রত্যাশার মাত্রা খানিকটা বেশি। প্রথম ম্যাচে তারই ইঙ্গিত দিয়েছিলেন।

এদিকে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমও আছেন দারুণ ফর্মে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডার সামলাতে হবে মুশফিককেই। তার ব্যাটিংয়ের ওপর বাংলাদেশের ইনিংস কতদূর যাবে অনেকটাই নির্ভর করছে। আশরাফুল অবশ্য কেবল মুশফিকের ওপর সব দায়িত্ব চাপাতে নারাজ, ‘মিডল অর্ডারে সাকিবের না থাকায় কিছুটা হলেও শক্তি কমেছে। সেক্ষেত্রে মুশফিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তবে মুশফিক একাতো কিছু করতে পারবে না। শুরুর দিকের ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি। জিততে গেলে ৩০০-এর কাছাকাছি রান করতে হবে। এর কম হলে বোলারদের মধ্যে চাপ তৈরি হবে। ফলে লড়াই হলেও ম্যাচ জেতা সম্ভব হবে না। তাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানকেই জ্বলে উঠতে হবে।’

এদিকে প্রথম ম্যাচটি হেরে অধিনায়ক মাশরাফি ব্যাটিংয়ে উন্নতির ওপর জোড় দিয়েছিলেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেছিলেন, ‘আমরা ব্যাটিংটা ভালো করিনি। দ্বিতীয় ম্যাচের আগে আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে।’

সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু হলেও আশরাফুল মনে করেন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে পরের ম্যাচে, ‘গত কয়েক বছরে মানসিকতার অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের। মানসিকতার জায়গা থেকে ড্রেসিংরুমের অবস্থা পুরোপুরি বদলে গেছে। আশা করি সবাই প্রথম ম্যাচের হারটি ভুলে ঘুরে দাঁড়াবে।’




/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়