X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফুটবলের জন্য এইচএসসি পরীক্ষাই দেইনি: বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৩

আমিনুল ইসলাম বুলবুল। ছবি-তানজীম আহমেদ। চারদিনের ছুটিতে দেশে এসে প্রিয় দল মোহামেডানের খেলা দেখতে মাঠে ছুটে এসেছিলেন বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখতে এসে হতাশই হয়েছেন বুলবুল।

প্রিমিয়ার ফুটবল লিগে টানা চার ম্যাচে হারের ক্ষত নিয়ে ধুঁকছে মোহামেডান। অথচ এই দলটির হয়েই একসময় নিয়মিত ক্রিকেট খেলেছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া ক্যারিয়ারের শুরুতে ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও ছিল তার সমান বিচরণ। খেলেছেন ইস্ট এন্ড ও ভিক্টোরিয়ায়।

বৃহস্পতিবার প্রিয় দল মোহামেডানের ব্যর্থতা ও দেশের ফুটবল নিয়ে হা-পিত্যেশ করলেন বুলবুল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে বললেন, ‘আমি দেশে ফিরলেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে একবার আসবোই। এখানেই আমি ফুটবল-ক্রিকেট খেলেছি। তবে এবার এসে মোহামেডানের এমন ব্যর্থতা দেখতে পেয়ে বেশ কষ্ট পেয়েছি।’ তার এমন প্রতিক্রিয়ার কারণ অবশ্য ক্লাবটির অতীত ঐতিহ্য, ‘আমরা যখন ফুটবল কিংবা ক্রিকেট খেলেছি তখন এই দলটি ছিলো জনপ্রিয়তার দিক দিয়ে অন্যতম শীর্ষ একটি দল। এখন সেই দলটি কিনা ফুটবলে কোন সাফল্য পাচ্ছে না! সাদা-কালো দলটির খেলা দেখতে তেমন দর্শকও নেই। বিষয়টি আমাকে বেশ পীড়া দেয়।’

মোহামেডানের পাশাপাশি দেশের ফুটবলের দুর্দশা নিয়েও সরব সাবেক এই ক্রিকেটার, ‘আসলে শুধু মোহামেডান নয়, দেশের ফুটবলকে চাঙা করতে হলে সঠিক পরিকল্পনা দরকার। সঠিক মানুষটির সঠিক জায়গায় যাওয়া দরকার।তাহলেই দেশের ফুটবলে আগের জনপ্রিয়তা ফিরিয়ে আনা সম্ভব।’

আমিনুল ইসলাম বুলবুল; কথা বলেছেন প্রিয় ক্লাব মোহামেডান নিয়ে। ক্যারিয়ারের শুরুতে ফুটবল খেলার টানে এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার রেকর্ডও আছে বুলবুলের। অতীত সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ‘১৯৮৬ সালে ইস্ট এন্ড ক্লাবের অগ্নী পরীক্ষা। রেলিগেশন লড়াইয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ ছিলো। নটরডেম কলেজে পরীক্ষার সময় বন্ধুরা এসে আমাকে নিয়ে গেলো ম্যাচ খেলার জন্য। তখন পাড়ার ক্লাব ইস্ট এন্ডের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে খেলেছি। কিন্তু দলকে রক্ষা করতে পারিনি। তখন আমরা বেশ কেদেঁছিলাম। আমার পরিবার পরবর্তিতে জেনেছিল আমি পরীক্ষায় ফেল করেছি। আসলে আমি সেইসময় অর্থনীতি পরীক্ষাই দেইনি।’

পুরোদস্তুর ক্রিকেটার হওয়ার গল্পও শোনালেন এই সাবেক তারকা। নিজের অতীত ক্যারিয়ার নিয়ে বলেন, ‘ভিক্টোরিয়ার হয়ে মোহামেডানের বিপক্ষে খেলার সময় লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিলো। তখন ফুটবল ছেড়ে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেই। সেই যে ১৯৮৭ সালে ক্রিকেটের সঙ্গে জড়ালাম, এখনো আছি।’

ইংল্যান্ডে আগামী ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেখানে থাকবে বাংলাদেশও। আমিনুল ইসলাম বুলবুলের প্রত্যাশা, ‘গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। এভাবে ধরলে তো এবার বাংলাদেশের ফাইনালে খেলা উচিত। কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়, কারণ দীর্ঘ আসর। অনেকগুলো করে ম্যাচ। সুতরাং আসরটি হবে উন্মুক্ত। তবে আমি মনে করি বাংলাদেশের সেরা চারটি দলের মধ্যে থাকার ক্ষমতা আছে। অভিজ্ঞতা হিসেব করলে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা