X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ফিরলেন ঋষভ পান্ত, বাদ দিনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬

ঋষভ পান্ত (বামে) ও দিনেশ কার্তিক ভারতের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দিনেশ কার্তিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি এই ব্যাটসম্যানের। তার কপাল পুড়লেও ওয়ানডে দলের দরজা খুলে গেছে ঋষভ পান্তের। শুক্রবার ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারত সফরে অস্ট্রেলিয়া পাঁচ ওয়ানডের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। কুড়ি ওভারের ম্যাচ দিয়েই ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই লড়াই। ঘরের মাঠের এই সিরিজ দিয়ে ফিরছেন কোহলি। নিউজিল্যান্ড সফরে দুই ওয়ানডে খেলে বিশ্রামে চলে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।

তার সঙ্গে ফিরেছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল ও পেসার জসপ্রিৎ বুমরাহ। ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টিতেও আছেন এই তিনজন। তবে আরেক পেসার ভুবনেশ্বর কুমার খেলবেন শুধু শেষ তিন ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজেও নেই তিনি।

ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্ত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে ছিলেন না এই ব্যাটসম্যান। তবে বিশ্বকাপের আগে দলের সবশেষ ৫০ ওভারের সিরিজে তিন ওয়ানডে খেলা পান্তকে ফিরিয়েছেন ভারতীর নির্বাচকরা। তাতে সামনের ইংল্যান্ডের বিশ্বকাপের স্কোয়াডে তার থাকাটা একরকম নিশ্চিতই হয়ে গেছে।

তবে কপাল পুড়ছে দিনেশ কার্তিকের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওয়ানডেতে থাকলেও বিশ্বকাপের আগমুহূর্তে তিনি বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে। ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নেওয়া ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে মহেন্দ্র সিং ধোনির ব্যাকআপ হিসেবে ভাবা হয়েছিল বিশ্বকাপে। কিন্তু এখন তার বাদ পড়া ও পান্ত সুযোগ পাওয়ায় ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে কার্তিকের।

ওয়ানডে দলে জায়গা হারালেও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্রিকইনফো

ভারতের ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, জসপ্রিৎ বুমরাহ, মোহাম্মদ সামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, সিদ্ধার্থ কৌল (প্রথম দুই ওয়ানডে), ভুবনেশ্বর কুমার (শেষ তিন ওয়ানডে)।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিৎ বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কৌল, মায়ঙ্ক মারকান্দে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান