X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবারও ব্যর্থ লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৫

লিটন দাস ক্রাইস্টচার্চেও ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। শুরুতেই ফিরে গেছেন লিটন দাস। তার আউটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোর ৪ ওভারে ১ উইকেটে ১০ রান।

প্রথম ওয়ানডেতে কিছুই করতে পারেননি লিটন। ১ রানে ফিরেছিলেন এই ওপেনার। সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতেও ১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি ট্রেন্ট বোল্টের বলে। বৃত্তের ভেতরে থাকা খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে বাউন্ডারির লক্ষ্যে উঠিয়ে শট খেলেছিলেন লিটন। কিন্তু লুকি ফার্গুসন অনেকটা দৌড়ে নেন চমৎকার ক্যাচ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। টস জয়ী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানো লড়াই।

নেপিয়ারের প্রথম ওয়ানডে হারলেও একই একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে একটি পরিবর্তন আছে নিউজিল্যান্ড একাদশে। মিচেল স্যান্টনারের জায়গায় কিউইরা একাদশে যোগ করেছে আরেক স্পিনার টড অ্যাস্টলকে।

বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা সম্ভবত নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে কিংবা বাইরে নিউজিল্যান্ডকে হারানো গেলেও তাদের মাঠে গিয়ে কোনও সাফল্যই নেই টাইগারদের। কিউইদের ঘরের মাঠে খেলা সব ম্যাচ হেরেছে তারা। মন খারাপ করে দেওয়া এই পরিসংখ্যানে সাফল্যের ছোঁয়া লাগাতে পারছে না কিছুতেই। নেপিয়ারের প্রথম ওয়ানডে ৮ উইকেটে হেরে ব্যর্থতার তালিকা লম্বা করেছে আরও।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের ম্যাচটিতেও নেই কোনও অনুপ্রেরণার জায়গা। এই মাঠে একবারই খেলেছে বাংলাদেশ, ২০১৬ সালে। সেবার টম ল্যাথামের সেঞ্চুরিতে ৩৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে স্বাগতিকরা জিতেছিল ৭৭ রানে। যেখানে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করা সাকিব আল হাসান নেই এবারের সিরিজে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কার্যকরী ব্যাটিং ও বোলিংয়ের অভাব স্পষ্টই বোঝা গিয়েছে প্রথম ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, টড অ্যাস্টল, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা