X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিঠুনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের রান ২২৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৮

টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ মিঠুন ওপেনিংয়ের সমস্যা কাটলো না, টপ অর্ডারের ব্যর্থতা থেকেই গেল- বাংলাদেশের ব্যাটিংয়ে নেপিয়ারের ম্যাচটাই যেন ফিরে এলো ক্রাইস্টচার্চে। যেখানে বিপদের সময় আরেকবার হেসে উঠলো মোহাম্মদ মিঠুনের ব্যাট। তার হাফসেঞ্চুরির সঙ্গে সাব্বির রহমানের প্রতিরোধে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীরা ৪৯.৪ ওভারে অলআউট হয়েছে ২২৬ রানে।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি হেরে যাওয়ায় ক্রাইস্টচার্চে বাংলাদেশ নেমেছে সিরিজ বাঁচাতে। যদিও এই মিশনে দেখা মিলল সেই ছন্নছাড়া ব্যাটিংয়েরই। তাই প্রথম ম্যাচের চেয়ে কম স্কোরে অলআউট হতে হলো বাংলাদেশকে। লিটন দাস (১) ও তামিম ইকবাল (৫) তাদের ব্যর্থতা থেকে বের হতে পারেননি। আগের ম্যাচের স্কোর করেই তার ফেরেন প্যাভিলিয়নে। সৌম্য সরকার (২২) ও মুশফিকুর রহিম (২৪) ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি। মাহমুদউল্লাহও (৭) বেরোতে পারেননি ব্যর্থতার বৃত্ত ভেঙে।

৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন আরেকবার ত্রাতা হয়ে আবির্ভূত মোহাম্মদ মিঠুন। নেপিয়ারের মতোই দলকে টেনে তোলেন হাফসেঞ্চুরি করে। তার ৫৭ রানের সঙ্গে সাব্বির রহমানের ৪৩ রানে ভর দিয়ে বাংলাদেশের স্কোর ২০০ ছাড়ায়। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১৬, মাশরাফি বিন মুর্তজা ১৩ ও সাইফউদ্দিন করেন ১০ রান। আর মোস্তাফিজুর রহমান অপরাজিত থাকেন ৫ রানে।

বাংলাদেশকে অল্পতে আটকে রাখার পথে ‍কিউইদের সবচেয়ে সফল বোলার লুকি ফার্গুসন। এই পেসার ৪৩ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট পেয়েছেন জিমি নিশাম ও টড অ্যাস্টল।

হাফসেঞ্চুরি করে মিঠুনের বিদায়

টপ অর্ডারের ব্যর্থতায় আবারও দাঁড়িয়ে যান মোহাম্মদ মিঠুন। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটসম্যান। যদিও ফিফটির পর বেশিদূর যেতে পারেননি। তার আউটে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোর ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান।

নেপিয়ারের ম্যাচে তার ব্যাটেই কিছুটা হলেও লড়াই করার মতো স্কোর গড়েছিল বাংলাদেশ। তাতে ব্যাটিং লজ্জা থেকেও রক্ষা পায় সফরকারীরা। ক্রাইস্টচার্চের ম্যাচেও যখন টপ অর্ডারে একই ব্যর্থতার চিত্র, তখন আরেকবার জ্বলে ওঠে মিঠুনের ব্যাট। চমৎকার ব্যাটিংয়ে তিনি পূরণ করেন টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। যদিও ইনিংসটা আর বেশি লম্বা করতে পারেননি। টড অ্যাস্টলের বলে আউট হওয়ার আগে করেন ৫৭ রান। ৬৯ বলের ইনিংসটি তিনি সাজান ৭ চার ও ১ ছক্কায়।

মাহমুদউল্লাহর আউটের পর মিঠুন-সাব্বিরের প্রতিরোধ

দলের বিপদের সময় ব্যর্থ হলেন মাহমুদউল্লাহও। তার আউটের পর অবশ্য আবারও দাঁড়িয়ে যান মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে সঙ্গ দিচ্ছিলেন সাব্বির রহমান। তাদের প্রতিরোধে বিপদ অনেকটাই কেটে যায় বাংলাদেশের।

টপ অর্ডারে ধস নামলে অনেকবারই দলকে টেনে তুলেছেন মাহমুদউল্লাহ। তবে নিউজিল্যান্ড সফরে গিয়ে পারছেন না তিনি। তামিম-মুশফিকদের হারিয়ে বাংলাদেশ যখন ভুগছে, তখন তার কাছ থেকে ভালো একটি ইনিংস প্রত্যাশা ছিল দলের। কিন্তু মাত্র ৭ রান করে টড অ্যাস্টলের বলে আউট হয়ে তিনি ফেরেন প্যাভিলিয়নে।

আবারও বোল্ড মুশফিক

ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম। মাইলফলকের ম্যাচটি ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না এই ব্যাটসম্যান। বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে।

নেপিয়ারের ম্যাচেও বোল্ড হয়ে ফিরেছিলেন মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০তম ম্যাচে ওই ধাক্কা কাটিয়ে স্মরণীয় কিছু করার প্রত্যাশা ছিল তার। যদিও আরেকবার বোল্ড হয়ে প্যাভিলিয়িনে ফিরেছেন তিনি। লুকি ফার্গুসনের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ রান।

ডি গ্র্যান্ডহোমের বলে ফিরলেন সৌম্য

চমৎকার শুরুটা ধরে রাখতে পারলেন না সৌম্য সরকার। আউট হয়ে গেছেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতেও ভালো শুরুতে বড় সংগ্রহের ইঙ্গিত ছিল সৌম্যর ব্যাটে। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্যের পুনরাবৃত্তি। ২২ রান করে কলিন ডি গ্র্যান্ডহোমের শিকার হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। কিউই পেসারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বল সৌম্যর ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় স্লিপে থাকা রস টেলরের হাতে।

পারলেন না তামিম

তার জ্বলে ওঠাটা খুব জরুরি ছিল। কিন্তু পারলেন না তামিম ইকবাল। নেপিয়ারের ম্যাচটি ভুলে গিয়েই নেমেছিলেন তিনি ক্রাইস্টচার্চে। তবে তামিম পারেননি ব্যর্থতার বৃত্ত ভাঙতে। দ্বিতীয় ওয়ানডেতেও অবদান রাখতে পারলেন না এই ওপেনার। নেপিয়ারের মতোই ৫ রান করে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। ম্যাট হেনরির বলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

আবারও ব্যর্থ লিটন

ক্রাইস্টচার্চেও ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। শুরুতেই ফিরে গেছেন লিটন দাস। তার আউটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

প্রথম ওয়ানডেতে কিছুই করতে পারেননি লিটন। ১ রানে ফিরেছিলেন এই ওপেনার। সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতেও ১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি ট্রেন্ট বোল্টের বলে। বৃত্তের ভেতরে থাকা খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে বাউন্ডারির লক্ষ্যে উঠিয়ে শট খেলেছিলেন লিটন। কিন্তু লুকি ফার্গুসন অনেকটা দৌড়ে নেন চমৎকার ক্যাচ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। টস জয়ী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানো লড়াই।

নেপিয়ারের প্রথম ওয়ানডে হারলেও একই একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে একটি পরিবর্তন আছে নিউজিল্যান্ড একাদশে। মিচেল স্যান্টনারের জায়গায় কিউইরা একাদশে যোগ করেছে আরেক স্পিনার টড অ্যাস্টলকে।

বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা সম্ভবত নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে কিংবা বাইরে নিউজিল্যান্ডকে হারানো গেলেও তাদের মাঠে গিয়ে কোনও সাফল্যই নেই টাইগারদের। কিউইদের ঘরের মাঠে খেলা সব ম্যাচ হেরেছে তারা। মন খারাপ করে দেওয়া এই পরিসংখ্যানে সাফল্যের ছোঁয়া লাগাতে পারছে না কিছুতেই। নেপিয়ারের প্রথম ওয়ানডে ৮ উইকেটে হেরে ব্যর্থতার তালিকা লম্বা করেছে আরও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, টড অ্যাস্টল, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!