X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুশল বীরত্বে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৫

ম্যাচ শেষে উল্লসিত ফার্নান্দো ও কুশল, তাদের অপ্রতিরোধ্য শেষ জুটিতে জিতেছে শ্রীলঙ্কা ডারবান টেস্টে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা যখন নবম উইকেট তুলে নিলো, তখনও জয় থেকে ৭৮ রান দূরে তারা। কিন্তু রোমাঞ্চকর আর অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে অসাধারণ এক জয় পেলো শ্রীলঙ্কা। ১ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা। এতে ৭ ম্যাচের জয়খরা কাটালো লঙ্কানরা।

কুশলের এই দুর্দান্ত ইনিংস ফিরিয়ে এনেছে ব্রায়ান লারার অসাধারণ পারফরম্যান্সকে। ১৯৯৯ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রতিরোধ্য ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট। দুই ইনিংসের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি মিল। ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিতে ১৫৩ রানে অপরাজিত ছিলেন লারা। তিনি একপ্রান্ত আগলে রাখলেও ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজ ৮ উইকেট হারায় ২৪৮ রানে। স্যার কার্টলি অ্যামব্রোসকে নিয়ে নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন লারা, তারপর শেষ উইকেটে অপরাজিত ৯ রানের জুটি আসে লারা ও কোর্টনি ওয়ালশের ব্যাটে।

লারার মতো এদিনও ৫ নম্বরে ব্যাট করতে নামেন কুশল। রানও করেছেন ১৫৩। তবে শেষ জুটিতে বাঁহাতি এই ব্যাটসম্যানকে সাবেক উইন্ডিজ তারকার চেয়েও কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। একে তো দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশন, লক্ষ্য থেকেও অনেক দূরে ছিল তার দল। আর অন্য প্রান্তে ছিলেন অনভিজ্ঞ ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্দো। কেবল চতুর্থ টেস্ট খেলতে নামা এই তরুণের কাছ থেকে যথেষ্ট সহায়তা পেলেন কুশল। যার ফলশ্রুতিতে এলো অধরা জয়।  

৩০৪ রানের লক্ষ্যে চতুর্থ দিন শ্রীলঙ্কা খেলতে নেমেছিল ৩ উইকেটে ৮৩ রানে। লক্ষ্যটা আরও কঠিন হয়ে গেল ডেল স্টেইনের জোড়া আঘাতে। ৩৮তম ওভারে ওশাদা ফার্নান্ডো (৩৭) ও নিরোশান ডিকবেলাকে (০) মাঠছাড়া করলেন প্রোটিয়া পেসার।

কুশলের অবিশ্বাস্য ইনিংস ১২ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন কুশল। ওই জোড়া ধাক্কা তিনি কাটিয়ে ওঠেন ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে। এই জুটিতে স্বস্তি ফিরেছিল শ্রীলঙ্কার। কিন্তু ৯৬ রানের এই জুটি ভাঙা কেশব মহারাজ পরপর দুই উইকেট নিয়ে আবার বিপদে ফেলেন তাদের।

৪৮ রানে বিদায় নেন ধনঞ্জয়া, রানের খাতা খুলতেই পারেননি সুরাঙ্গা লাকমল। ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় লঙ্কানরা। ২২৬ রানে তাদের ৯ উইকেট তুলে নিয়ে সহজ জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। তখন তাদের দরকার ছিল মাত্র এক উইকেট, আর শ্রীলঙ্কার আরও ৭৮ রান।

কিন্তু কুশল ম্যাচ ঘুরিয়ে দিলেন কেবল চতুর্থ টেস্ট খেলতে নামা বিশ্ব ফার্নান্দোকে নিয়ে। ১৪৬ বলে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানো এই বাঁহাতি ব্যাটসম্যান খেললেন কল্পনাতীত এক ইনিংস। ফার্নান্দো একপ্রান্ত আগলে রেখে ২৭ বল মোকাবিলা করেছেন, করেছেন মাত্র ৬ রান। বাকি কাজ সেরেছেন কুশল। অপরাজিত ৭৮ রানের জুটি গড়েছেন দুজনে। ২০০ বলে ১২ চার ও ৫ ছয়ে ১৫৩ রানে অপরাজিত ছিলেন কুশল। ৯ উইকেটে শ্রীলঙ্কা করে ৩০৪ রান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ তিন উইকেট নেন মহারাজ। দুটি করে পেয়েছেন ডুয়ান অলিভিয়ের ও স্টেইন। ম্যাচসেরা হয়েছেন কুশল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের