X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল-শেখ জামাল উপভোগ্য লড়াই গোলশূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫

শেখ জামালের ডেভিড ব্রুসের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন শেখ রাসেলের সোহেল রানা শেখ জামাল ধানমন্ডি ক্লাব গতবারের রানার্স-আপ, আর শেখ রাসেল ক্রীড়া চক্রের অবস্থান ছিল ষষ্ঠ। কাগজ-কলমেও শেখ জামাল এগিয়ে। তবু প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট শেখ জামাল। অন্যদিকে জিততে না পেরে হতাশ শেখ রাসেল।

৬ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেলের অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শেখ জামাল।   

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারতো শেখ জামাল। কিন্তু কিরগিজস্তানের ফরোয়ার্ড ডেভিড ব্রুসের পাস থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো পেরেসের শট ফিরে আসে সাইড বারে লেগে।

৩৩ মিনিটে শেখ রাসেলের সামনেও সুযোগ এসেছিল। তবে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিসেরের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট চলে যায় গোলকিপার মোহাম্মদ নাইমের গ্লাভসে। ছয় মিনিট পর আবার শেখ রাসেলের জন্য হতাশা। এবার ফরোয়ার্ড খালেকুরজামান সবুজের শট বেরিয়ে যায় সাইড বার ঘেঁষে।

বিরতির একটু আগে শেখ জামাল আবার নষ্ট করে সুযোগ। গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের পাস থেকে গোল করতে ব্যর্থ হন পেরেস।

দ্বিতীয়ার্ধেও দুই দল সুযোগ নষ্ট করেছে। তবে শেখ রাসেলের আক্ষেপ ছিল বেশি। বিরতির পর তাদের দুটি প্রচেষ্টা একটুর জন্য গোলের মুখ দেখেনি। ৬৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স রাফায়েল দা সিলভা এবং ৮ মিনিট পর সবুজের শট ফিরে আসে ক্রস বারে লেগে।

৮০ মিনিটে শেখ জামালের গাম্বিয়ার ফরোয়ার্ড সেইনি বোজাংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এভাবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় গোলের দেখা পায়নি কোনও দলই।

তাতে অবশ্য অখুশি নন শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এই ম্যাচ থেকে একটি পয়েন্ট নিতে পেরে আমি সন্তুষ্ট। আমরা জিততেও পারতাম, কিন্তু গোল করতে না পারলে তো তিন পয়েন্ট পাওয়া সম্ভব নয়।’

তবে শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু হতাশ, ‘এত গোলের সুযোগ নষ্ট করলে  ম্যাচ জেতা যায় না। আমাদের ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করেছে, একাধিক প্রচেষ্টা বারে লেগে প্রতিহত হয়েছে। ম্যাচটা ড্র করে শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়লাম আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া