X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জেতাবে রোনালদো’

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩

দেল পিয়েরোর সঙ্গে রোনালদো সেই ১৯৯৬ সালে ঘরে উঠেছে চ্যাম্পিয়নস লিগের সবশেষ শিরোপা। এরপর থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় শুধু হতাশার গল্প জুভেন্টাসের। রানার্স-আপ হয়ে শেষ করার আক্ষেপে ‍পুড়তে হয়েছে বারবার। এবার সেই আক্ষেপ দূর করে তুরিনের ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জয়ী হিসেবে দেখছেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ইতালিয়ান কিংবদন্তিকে এই স্বপ্ন দেখাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদে সাফল্যময় ৯ বছর পার করে গত গ্রীষ্মের দলবদলে পর্তুগিজ তারকা যোগ দিয়েছেন জুভেন্টাসে। রিয়ালে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে আসা রোনালদোকে ঘিরে এবার স্বপ্ন দেখছে ইতালিয়ান চ্যাম্পিয়নরাও। জুভেন্টাস কিংবদন্তি দেল পিয়েরোও আশাবাদী, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর হাত ধরে আবারও চ্যাম্পিয়নস লিগ শিরোপা আসবে তুরিনে।

বুধবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে আতিথ্য নেবে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ দিয়ে আবারও মাদ্রিদে ফিরছেন রোনালদো। একসময় নগরপ্রতিপক্ষ হিসেবে পাওয়া অ্যাতলেতিকোর বিপক্ষে তার দিকেই তাকিয়ে আছে জুভেন্টাস। দেল পিয়েরো অবশ্য শুধু এই ম্যাচ নয়, রোনালদোকে ঘিরে স্বপ্ন দেখছেন ‘ওল্ড লেডিদের’ শিরোপা জয়েরও।

ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘স্কাই স্পোর্ত ইতালিয়া’কে দেল পিয়েরো বলেছেন, ‘তাকে সই করানোটা জুভেন্টাসের জন্য যেমন দারুণ ব্যাপার, তেমনি ইতালিয়ান ফুটবলের জন্যও। ও এখন পর্যন্ত যা কিছু করেছে, সেটা পুরো শহর (তুরিন) ও ইতালিয়ান ফুটবল দারুণভাবে উপভোগ করেছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘জুভেন্টাস বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে পরিচিতি পেতে চায় এবং আবারও জিততে চায় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আর এটা সম্ভব রোলানদোকে সঙ্গে নিয়ে।’

১৯৯৬ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার পর পাঁচবার ফাইনালে হেরেছে জুভেন্টাস। তিন বছরের মধ্যে দুইবার হতাশ হতে হয়েছিল ২০১৫ ও ২০১৭ সালে। এবার রোনালদোর হাত ধরে আক্ষেপের গল্প শেষ হবে বলে আশাবাদী সাবেক এই ইতালিয়ান স্ট্রাইকার। তার বক্তব্য, ‘রোনালদোকে আনা হয়েছে বলেই বিশ্ব এখন জুভেন্টাস, তুরিন ও ইতালি নিয়ে অনেক বেশি কথা বলছে। সে তার নিজের ব্র্যান্ড ও গুণমান নিয়ে এসেছে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি