X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

লঙ্কান পেসে ভুগলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮
লঙ্কান পেসে ভুগলো প্রোটিয়ারা

ডারবানের পর পোর্ট এলিজাবেথেও কাসুন রাজিথা ও বিশ্ব ফার্নান্দোর তোপে বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার এই দুই পেসারের তোপ সামলে কুইন্টন ডি ককের পাল্টা আক্রমণে প্রোটিয়ারা কিছুটা প্রতিরোধ গড়ে। কিন্তু দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের প্রথম ইনিংস লম্বা হয়নি।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয় ২২২ রানে। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেটে ৬০ রানে।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা। সুবিধা করতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে ফার্নান্দোর জোড়া আঘাতে বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। টানা দুই বলে ডিন এলগার (৬) ও হাশিম আমলাকে (০) ফেরান লঙ্কান পেসার। প্রথমবার ‘গোল্ডেন ডাক’ এর লজ্জা পেলেন আমলা।
তেম্বা বাভুমা পরের বলটি ঠেকিয়ে ফার্নান্দোকে হ্যাটট্রিক বঞ্চিত করেন। যদিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি প্রোটিয়া ব্যাটসম্যান। পরের ওভারে সিঙ্গেল নিতে গিয়ে মাঝপথ থেকে ফিরে আসার সময় রাজিথার থ্রোয়ে রান আউট হন নন স্ট্রাইকে থাকা বাভুমা। তিনিও রান করতে ব্যর্থ হন।
মাত্র ১৫ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা প্রথম প্রতিরোধ গড়ে ফাফ দু প্লেসিস ও অ্যাইডেন মারক্রামের জুটিতে। ৫৮ রানের এই জুটি ভাঙলেই লাঞ্চে যায় দুই দল। ২৫ রানে দিমুথ করুনারত্নের কাছে বোল্ড হন দু প্লেসিস।
অধিনায়কের বিদায়ের পর মারক্রামকে নিয়ে হাল ধরেন ডি কক। পঞ্চম উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। মারক্রামকে ৬০ রানে নিজের শিকার বানান রাজিথা। এই ডানহাতি পেসার তার পরের দুই ওভারে উইয়ান মুলডার (৯) ও কেশব মহারাজকে (০) সাজঘরে পাঠান।
রাজিথার বোলিংয়ে ২৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো প্রোটিয়াদের উদ্ধার করেন ডি কক ও কাগিসো রাবাদা। অষ্টম উইকেটে তাদের ৫৯ রানের জুটিতে দলীয় স্কোর দুইশ ছাড়ায়। ৮৭ বলে ১২ চারে ৮৬ রান করে ধনঞ্জয়া ডি সিলভার কাছে বোল্ড হন ডি কক। ৬ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। রাবাদা ২২ রানে ডি সিলভার শিকার হওয়ার পরের ওভারে ফার্নান্দো তার তৃতীয় উইকেট নেন। ডুয়ানে অলিভিয়ের রানের খাতা না খুলে বিদায় নিলে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
ফার্নান্দো ও রাজিথা সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান ডি সিলভা।
জবাব দিতে নেমে দ্রুত ৩ ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ১৭ রানে বিদায় নেন। এরপর ওশানা ফার্নান্দো ও কুশল মেন্ডিস বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শূন্য রানে বিদায় নেন ওশাদা। কুশল আউট হন ১৬ রানে।
লাহিরু থিরিমান্নে ২৫ রানে অপরাজিত আছেন। নাইটওয়াচম্যান রাজিথা রানের খাতা খোলেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে
টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী