X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ইউরোপা লিগের শেষ ষোলোতে চেলসি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫

ইউরোপা লিগের শেষ ষোলোতে চেলসি-আর্সেনাল বাতে বোরিসোভকে ঘরের মাঠে ৩-০ গোলে দ্বিতীয় লেগে হারালো আর্সেনাল। দুই লেগে ৩-১ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে উনাই এমেরির দল। চেলসিও দ্বিতীয় লেগ জিতেছে ৩-০ গোলে। মালমোর বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে পাওয়া এই জয়ে দুই লেগে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে তারা।

ম্যানইউর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নেওয়ার পর বৃহস্পতিবারের জয় স্বস্তি এনে দিলো চেলসি কোচ মাউরিসিও সারির মনে।

মালমো বেশ আগেই এগিয়ে যেতে পারতো। ১১ মিনিটে মার্কাস রোসেনবার্গের শট গোলবারের পাশ দিয়ে যায়। প্রথমার্ধের বাকি সময় মালমোর আক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি গোলের খোঁজে হন্যে হয়ে থেকেছে চেলসি। রস বার্কলের দুটি সুযোগ নষ্ট করে দেন মালমো গোলরক্ষক জোহান দাহলিন।

ব্লুরা গোলমুখ খোলেন ৫৫ মিনিটে, যখন এন’গোলো কাঁতে মালমোর কাউন্টার অ্যাটাক প্রতিহত করে উইলিয়ানকে পাস দেন। বাঁ দিক থেকে এই ব্রাজিলিয়ানের ক্রসকে লক্ষ্যভেদী শট বানান অলিভিয়ের জিরুদ।

৭৩ মিনিটে এমারসনকে চ্যালেঞ্জ করে লাল কার্ড দেখেন রাসমাস বেঙ্গটসন। ১০ জনের মালমো আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরের মিনিটে বার্কলে বাঁকানো ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন।

ক্যালাম হাডসন-ওদোয় ১০ মিনিট পর কোনাকুনি শটে চেলসির শেষ গোলটি করেন।

গত সপ্তাহে বোরিসোভের মাঠে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ালো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে তারা উড়িয়ে দিয়েছে বেলারুশ প্রতিপক্ষকে।

৪ মিনিটের মধ্যে এগিয়ে যায় আর্সেনাল। পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বোরিসোভ ডিফেন্ডার জাখার ভোলকোভ।

কয়েক মিনিট পর বোরিসোভ গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল পেতে পারতো। কিন্তু স্টেফান লিচটেনস্টেইনার দারুণ দক্ষতায় স্তাইনস্লাভ দ্রাগুনের শট রুখে দেন।

বিরতির ৬ মিনিট আগে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করেন। গ্রানিত ঝাকার কর্নার থেকে শাখদোরান মুস্তাফির জোরালো হেড জড়ায় জালে।

সক্রেতিস পাপাস্তাথোপোলোস ৬১ মিনিটে গোল করে আর্সেনালের জয় সুনিশ্চিত করেন।

নাপোলি ২-০ গোলে এফসি জুরিখকে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে। ৩-০ গোলের অগ্রগামিতায় পরের পর্বে উঠেছে ভ্যালেন্সিয়া। দ্বিতীয় লেগে তারা সেলতিককে ১-০ গোলে হারিয়েছে। র‌্যাপিড ভিয়েনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। তাদের অগ্রগামিতা ৫-০ গোলের।

ভিক্তর প্লজেনকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগরেব। তাদের অগ্রগামিতা ৪-২ গোলের। এইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্ট ৪-১ গোলে জিতেছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। ৬-৩ গোলের অগ্রগামিতায় শেষ ৩২ পার করেছে তারা।

এফসি সলসবুর্গ ৪-০ গোলে ক্লাব ব্রুগকে হারিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে উঠেছে। এছাড়া ক্রাসনোদার, বেনফিকা, ডায়নামো কিয়েভ, স্লাভিয়া প্রাগ ও স্টেড রেনে পেয়েছে শেষ ষোলোর টিকিট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই