X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ কাপের সেমিতে কমফিট-বান্ডো ডিজাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭

বিজিএমইএ কাপের সেমিতে কমফিট-বান্ডো ডিজাইন বিজিএমইএ কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে কমফিট কম্পোজিট নিট ও বান্ডো ডিজাইন। দুই লেগ মিলিয়ে ফরটিস গ্রুপের বিপক্ষে কমফিট ৪-২ গোলের অগ্রগামিতায় উঠেছে সেরা চারে, আর লায়লা গ্রুপের বিপক্ষে বান্ডো ডিজাইন পৌঁছেছে ৫-৩ গোলের অগ্রগামিতায়।

বৃহস্পতিবার উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অ্যাস্ট্রো টার্ফে হয় ম্যাচগুলো।

কাপ পর্বের প্রথম কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কমফিট ১-১ গোলে ফরটিস গ্রুপের সঙ্গে ড্র করে। কমফিটের পক্ষে গোল করেন রাজু, আর ফরটিস গ্রুপের গোলটি আসে অপুর পা থেকে। ম্যাচসেরা হন গোলরক্ষক পলিন।

কাপ পর্বের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বান্ডো ডিজাইন ৪-২ গোলে লায়লা গ্রুপকে হারায়। বান্ডোর পক্ষে মৃদুল দুটি গোল করেন, শতাব্দরু ‌ও শাকিল একটি করে গোল করেন এবং লায়লা গ্রুপের হয়ে গোল করেন মিলন ও জনি।

এদিকে বোল পর্বের খেলায় সেমিফাইনালে উঠেছে আলি গার্মেন্টস, সেলফ ইনোভেটিভ ফ্যাশন্স ও মাস্ক গ্রুপ। কোয়ার্টার ফাইনালে নাফিসের হ্যাটট্রিকে আলি গার্মেন্টস ৪-০ গোলে তুসুকা গ্রুপকে হারায়। দলের পক্ষে অন্য গোলটি করেন ম্যাচসেরা আরেফিন।

দ্বিতীয় খেলায় সেলফ ইনোভেটিভ ফ্যাশন্স টাইব্রেকারে ৫-৪ গোলে ভার্সেটাইল ফ্যাশন্স গ্রুপকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। নির্ধারিত ‌ও অতিরিক্ত সময়ে এই দুই দলের খেলাটি ১-১ গোলে ড্র ছিল। বোল পর্বের কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলায় মাস্ক গ্রুপ ২-১ গোলে স্টার্লিং গ্রুপকে হারায়।

এবারের টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর বিউএফটি, লায়লা গ্রুপ ও সেইলর বাই এপিলিয়ন। জুকি, শাহজালাল ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইসলামী ব্যাংক গোল্ডেন স্পন্সর। ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল হোপ স্কুল, ফিটনেস পার্টনার মুভমেন্ট সলিউশান, ইভেন্ট পার্টনার লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট।

টুর্নামেন্টের গিফট পার্টনার সিবিএল এবং ইন্টারনেট পার্টনার রেস ইন্টারনেট। তাদের সহযোগিতায় প্রত্যেকটি খেলা ফেসবুক সরাসরি দেখানো হচ্ছে।

বিজিএমইএ কাপের ফাইনাল হবে ১ মার্চ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মিডিয়া পার্টনার চ্যানেল নাইন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া