X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ক্রিকেট বিশ্বে ‘একঘরে’ করতে চায় ভারত?

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

পাকিস্তানকে ক্রিকেট বিশ্বে ‘একঘরে’ করতে চায় ভারত? কাশ্মিরে জঙ্গি হামলায় সব দিক থেকে পাকিস্তানের ওপর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ভারত। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার ক্রিকেট বিশ্বকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আইসিসিকে।

১৪ ফেব্রুয়ারি জঙ্গিরা কাশ্মিরের পুলওয়ামাতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালালে তাতে নিহত হয় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। এমন ঘটনার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে। সবশেষ পাকিস্তান সুপার লিগ থেকে তাদের অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনারশিপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স।

শুরুতে বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করতে শুক্রবার সভায় বসে ভারতের ক্রিকেট কর্মকর্তারা। সেই সভার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও আলোচনা হওয়ার কথা এই ইস্যু নিয়ে। সেই সভা শেষে প্রাপ্ত চিঠি থেকে জানা গেছে, বিসিসিআই সদস্য দেশগুলোকে অনুরোধ করেছে ক্রিকেট বিশ্ব যেন এমন দেশের সঙ্গে সম্পর্ক না রাখে যারা সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা। একই সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা নিয়েও তাদের উদ্বেগের কথা জানানো হয়েছে।  

অবশ্য শুরুতে একটা বিষয় অনেক আলোচনা হচ্ছিলো। আলোচনাটা ছিলো বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বের ম্যাচ খেলবে কিনা। তবে বিষয়টি আপাতত ঝুলিয়ে রেখেছে ভারত। বিসিসিআই এর প্রশাসক কমিটির প্রধান বিনোদ রায় বলেছেন, ‘১৬ জুন এখনও অনেক দূর। আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবো। সব কিছু সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে।’

অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন ক্রিকইনফোকে জানিয়েছেন, তারা এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে এ সংক্রান্ত কোন চিঠি পাননি। তবে আইসিসি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে। সোমবার আইসিসির সভা হবে দুবাইয়ে। সেখানেও অবশ্য এমন এজেন্ডা নেই। তবে আইসিসির সভায় বিষয়টি উত্থাপনের কথা ভাবছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের ওপর বিধিনিষেধের কথা ভাবলেও আইসিসির গঠনতন্ত্রে এমন কোনও অনুচ্ছেদ নেই যাতে কোনও দেশকে নিষিদ্ধ করা যায়। একই সঙ্গে ভারত যদি পাকিস্তানের সঙ্গে লিগ পর্বে খেলতে অস্বীকৃতিও জানায় তাহলে ভারতের দেখানো কারণেরও যাচাই বাছাই করবে আইসিসি। ফলে ভারতকে এমন কিছু করতে হলে তাদের অভিযোগকে পোক্ত করেই উপস্থাপন করতে হবে!

১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। কারণ শ্রীলঙ্কান তামিল টাইগারদের ভয়ঙ্কর বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে সেই সময়। সেবার দুটি ম্যাচ না খেলেই পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা