X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতকে সন্তুষ্ট করতে আইসিসির উদ্যোগ

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০২

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। কাশ্মিরে জঙ্গি হামলার ঘটনায় ভারত দায় চাপাচ্ছে পাকিস্তানের ওপর। আক্রোশের জায়গা থেকে ক্রিকেট বিশ্বকে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই। সেই চিঠিতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে তারা। উত্তরে অবশ্য নিরাপত্তা নিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

শশাঙ্ক মনোহর চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘বিসিসিআিই-এর কাছ থেকে চিঠি পেয়েছি। তাই নিরাপত্তার বিষয়টি সব সময়ই আমাদের মৌলিক প্রাধান্যের বিষয় বস্তু।'

তিনি আরও জানান, নিরাপত্তার বিষয়ে আইসিসির বিশদ পরিকল্পনা আছে আসন্ন বিশ্বকাপে। সেই পরিকল্পনার রূপ রেখা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেখানো হবে, ‘২ মার্চ আইসিসির বোর্ড মেম্বাররা সভায় মিলিত হবে। তখন বিশ্বকাপে আইসিসির নেওয়া পরিকল্পনার সবকিছু তুলে ধরা হবে। আমার মনে হয় এটা দেখার পর তারা সন্তুষ্ট হবে। যে কারোরই এমনটি হওয়ার কথা।’

১৪ ফেব্রুয়ারি জঙ্গিরা কাশ্মিরের পুলওয়ামাতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালালে তাতে নিহত হয় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। এমন ঘটনার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরুদ্ধে অবস্থান নিয়েছে পাকিস্তানের। এমনকি বিশ্বকাপে লিগ পর্বে দেশটির বিপক্ষে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। উদ্বেগের সেই কথা তুলে মনোহর জানান, ‘অন্যান্য যেসব ইস্যু বিসিসিআই-এর চিঠিতে উল্লেখ আছে আমি সেগুলো বোর্ড মিটিংয়ে উপস্থাপন করবো।’

বোর্ডে উপস্থাপন করলেই সদস্যগুলো এ নিয়ে আলোচনা করার একটা সুযোগ পাবে। যেখানে চিঠিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার প্রচ্ছন্ন উদ্যোগ আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা