X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কবে ফিরবে মোহামেডানের সুদিন?

তানজীম আহমেদ
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৬

ব্যর্থতাই এখন মোহামেডানের সঙ্গী মোহামেডান ক্লাবের ক্যাবিনেটে অনেক ট্রফি। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে অসংখ্য সাফল্যে রঙিন ঐতিহ্যবাহী দলটি বহু মানুষের সমর্থনধন্য। মোহামেডান আসলে এদেশের ক্রীড়াঙ্গনের এক জীবন্ত দলিল। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই দলের পারফরম্যান্স নিম্নমুখী। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া মোহামেডানকে নিয়ে চিন্তিত দলটির কর্মকর্তা, সাবেক-বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যেক ভক্ত।

বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ শুরু ২০০৭ সালে। অবিশ্বাস্য হলেও সত্যি, এক যুগ হয়ে গেলেও পেশাদার লিগে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান! প্রথম তিন আসরে রানার্স-আপ হলেও এরপর আর শিরোপা লড়াইয়েই তারা ছিল না। ২০১৬ সালে তো দশম হয়ে কোনও রকমে এড়িয়েছিল অবনমন!

অথচ স্বাধীনতার পর থেকে মোহামেডানই ছিল ঘরোয়া ফুটবলের অন্যতম পরাশক্তি। ঢাকা লিগে হ্যাটট্রিক সহ ১২ বারের চ্যাম্পিয়ন তারা, মৌসুম সূচক ফেডারেশন কাপ জিতেছে ১০ বার। স্বাধীনতা কাপ এবং কোটি টাকার সুপার কাপও সমৃদ্ধ করেছে তাদের ক্যাবিনেট। দেশের বাইরে থেকেও ট্রফি নিয়ে এসেছে মোহামেডান।

অথচ সাফল্যে উদ্ভাসিত দলটি আজ হতাশায় নিমজ্জিত। ২০১৪ সালে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনও ট্রফি আসেনি মতিঝিলের এই ক্লাবে। এ মৌসুমেও মোহামেডানের ব্যর্থতা অব্যাহত। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচ খেলে চারটিতেই হার মেনেছে।

প্রিয় দলের এমন দুর্দশায় ব্যথিত সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির। আশি ও নব্বইয়ের দশকে মোহামেডানের বহু সাফল্যের রূপকার বাংলা ট্রিবিউনকে বললেন, ‘একজন সাবেক খেলোয়াড় হিসেবে মোহামেডানের ব্যর্থতা ভীষণ দুঃখ দেয় আমাকে। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলের এমন দুরবস্থা কিছুতেই মেনে নেওয়া যায় না। এক সময় মোহামেডানকে এশিয়ার সেরা ১০টি ক্লাবের মধ্যে ধরা হতো। তখন লিগ চ্যাম্পিয়ন হতে না পারলে পরের মৌসুমে কীভাবে ট্রফি পুনরুদ্ধার করা যায় সেই চিন্তায় অস্থির থাকতো সবাই। আর এখন শিরোপার কথা কেউ কল্পনাও করতে পারে না।’

জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সাব্বিরের মতে, মোহামেডানের ব্যর্থতা দেশের ফুটবলকেই পিছিয়ে দিচ্ছে, ‘এদেশের ফুটবল উন্নয়নে মোহামেডান ও আবাহনীর বিশাল অবদান। এই দুই জনপ্রিয় ক্লাব ভালো দল গড়তে না পারলে ঘরোয়া ফুটবলের আকর্ষণ কমে যাবে, দর্শক মাঠে যাবে না। বর্তমানে আবাহনী ভালো দল গড়লেও মোহামেডান সেটা পারছে না। আর এর ফলে দেশের ‍ফুটবলেরই ক্ষতি হচ্ছে।’

মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াও দলের ব্যর্থতায় চিন্তিত। তার কথা, ‘এখন অনেক করপোরেট দলের ভিড়ে ইচ্ছে থাকলেও ভালো দল গড়া  সম্ভব হয় না। দেখা যায়, দলবদল শুরুর আগেই ভালো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে ফেলে অন্য দলগুলো। দলবদলের সময় আমরা তেমন ভালো খেলোয়াড় পাই না। আসলে আর্থিক সমস্যার কারণে এমন হচ্ছে, আমরা ভালো দল গড়তে পারছি না।’

কারণ যা-ই হোক, মোহামেডানের সাফল্য-খরা নিয়ে শুধু দলটি সমর্থকরা নন, সাধারণ ক্রীড়াপ্রেমীরাও চিন্তিত। সবারই প্রত্যাশা, মোহামেডানে ফিরে আসুক হারানো সুদিন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!