X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খোঁজে বাংলাদেশ

তানজীম আহমেদ
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫

বাঁ থেকে দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ, জিয়া, রিফাত, রাকিব ও রাজীব খেলাধুলার অনেক ক্ষেত্রেই ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তবে একটি ক্ষেত্রে প্রতিবেশী দেশের চেয়ে আমরা এগিয়ে। উপমহাদেশকে দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার উপহার দিয়েছে লাল-সবুজ পতাকা। ১৯৮৭ সালে নিয়াজ মোর্শেদের শেষ জিএম নর্ম অর্জন আলোড়িত করেছিল সারা দেশকে। ভারত প্রথম গ্র্যান্ডমাস্টার পেয়েছিল পরের বছর, বিশ্বনাথন আনন্দকে।

কিন্তু আসল লড়াইয়ে ভারতের চেয়ে বাংলাদেশ আজ অনেক পিছিয়ে। নিয়াজের পর মাত্র চার জন গ্র্যান্ডমাস্টার পেয়েছে বাংলাদেশ—জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। অথচ ভারতের এখন গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ৬০ জন। অনেক সম্ভাবনাময় নিয়াজ মোর্শেদ বিশ্ব দাবায় তেমন প্রভাব রাখতে পারেননি। কিন্তু আনন্দ ২০০৭ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ৬ বছর ধরে রেখেছিলেন শিরোপা।

২০০৮ সালে রাজীবের পর আর গ্র্যান্ডমাস্টার পায়নি বাংলাদেশ। ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খোঁজে পথ হাতড়ে বেড়াচ্ছে বাংলাদেশের দাবা। সেই পথও অনেকটা রুদ্ধ। পাইপ লাইনে প্রতিভাবান দাবাড়ু নেই, মানসম্মত প্রতিযোগিতাও হয় না। অন্যদিকে ভারত বড় বড় প্রতিযোগিতা আয়োজন করে একের পর এক গ্র্যান্ডমাস্টার তুলে আনছে। বাংলাদেশে বড় পরিসরে সর্বশেষ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট হয়েছিল ২০০৯ সালে, আর জাতীয় স্কুল দাবার সর্বশেষ আয়োজন ২০১৩ সালে। সারা দেশেই দাবার চর্চা কমে গেছে অনেক।

১৯৯৮ থেকে ২০০৫ পর্যন্ত দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। এরপর সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। তার সময়ে চার জন গ্র্যান্ডমাস্টার পেয়েছিল বাংলাদেশ। কেন দাবায় ভারতের চেয়ে বাংলাদেশ এতটা পিছিয়ে পড়লো? বাংলা ট্রিবিউনকে সুজাউদ্দিন বললেন, ‘ভারতে অনেক স্পন্সর আছে। তারা দাবাড়ুদের বিভিন্নভাবে সহযোগিতা করে। দাবাড়ুদের আর্থিক বিষয়ে চিন্তাই করতে হয় না। কিন্তু আমাদের এখানে সেই সুযোগ নেই। স্পন্সর পেলে দাবাড়ুরা আরও এগিয়ে যেতে পারতেন। দাবাকে এগিয়ে নিতে দক্ষ সংগঠক দরকার। স্কুল পর্যায়ে চর্চার পাশাপাশি ঢাকার বাইরের জেলাগুলোতে খেলাটিকে ছড়িয়ে দিতে হবে। আর নিয়মিত জিএম-আইএম টুর্নামেন্টের আয়োজন করতে হবে। তাহলেই প্রাণ ফিরে আসবে দাবা অঙ্গনে।’

দাবার বর্তমান অবস্থা নিয়ে ভীষণ হতাশ জিয়াউর রহমান। দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের কণ্ঠে এ নিয়ে আক্ষেপ, ‘বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগেই দাবাড়ুরা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এখানে ফেডারেশনের ভূমিকা কমই ছিল। আগে ঘরোয়ার পাশাপাশি নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতা হতো। কিন্তু এখন প্রতিযোগিতার সংখ্যা অনেক কমে গেছে। অনেক দিন ভালো মানের জিএম টুর্নামেন্ট হয় না। দাবার অবস্থা দেখে আমরা গ্র্যান্ডমাস্টাররাই হতাশ। নতুনদের কথা আর কী বলবো!’

ভারতের পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে জিয়া বললেন, ‘আমাদের দেশে স্পন্সর পাওয়া কঠিন। দাবা খেলে ক্যারিয়ার গড়া বা জীবন চালানো তো প্রায় অসম্ভব। দাবাড়ুদের সব সময় রুটি-রুজি নিয়ে ব্যস্ত থাকতে হয়। কারণ, চাকরির কোনও নিশ্চয়তা নেই। অথচ ভারতের পশ্চিমবঙ্গে শুধু স্কুল দাবায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেখানে দাবাড়ুদের চাকরির নিশ্চয়তা আছে। আমাদের এখানে কী আছে বলুন?’

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমও গ্র্যান্ডমাস্টার খুঁজে না পেয়ে চিন্তিত, ‘বাংলাদেশে যারা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তাদের মধ্যে ডেডিকেশন ছিল। কিন্তু বর্তমান দাবাড়ুদের মধ্যে সেটা দেখতে পাওয়া যায় না। আমরা অবশ্য ভালো দাবাড়ু খোঁজার চেষ্টা করছি। এখন অনেক টুর্নামেন্ট হচ্ছে, দেশের বাইরে দাবাড়ুদের  পাঠানো হচ্ছে। আমরা ছোট পরিসরে দুটি জিএম টুর্নামেন্ট আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরেও করবো। আশা করি, দুই থেকে চার বছরের মধ্যে ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার খুঁজে পাবে বাংলাদেশ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি