X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা ৪ উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৬

রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগে যেসব রসদ দরকার তার সবটুকুই উপহার দিলো আয়ারল্যান্ড ও আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টি-টোয়েন্টির প্রথম বোলার হিসেবে টানা চার বলে ৪ উইকেটে নেওয়ার কীর্তি গড়লেন রশিদ খান। তার অনন্য কীর্তিতে শেষ ম্যাচ ৩২ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে আফগানিস্তান।


টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো আয়ারল্যান্ড হয়তো এত বিশাল সংগ্রহ প্রত্যাশা করেনি। পাহাড়ের নিচে চাপা পড়ে আফগানদের। এক মোহাম্মদ নবি ৩৬ বলের বিধ্বংসী এক ইনিংস খেলে করেন ৮১ রান। তার ৬ চার ও ৭ ছক্কার এই ইনিংসে ভর করে ৭ উইকেটে ২১০ রান পায় ভারতের দেরাদুনকে হোম ভেন্যু হিসেবে পাওয়া আফগানিস্তান।
জবাবে আয়ারল্যান্ড জয় পেতে সব চেষ্টাই করেছিলো ব্যাট হাতে। এক রশিদ খানই ব্যবধান গড়ে দেন শেষ পর্যন্ত। তিনি একা মোড় ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের। ১৬তম ওভারের শেষ বলে শুরুতে ফেরান তাণ্ডব চালানো কেভিন ও’ব্রায়েনকে। ৪৭ বলে ৭৪ রানে ক্রিজে ছিলেন আইরিশ এই ব্যাটসম্যান। তখনও হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেননি রশিদ খান। সব কিছু লুকিয়ে রেখেছিলেন ১৮তম ওভারের জন্যে।
এক ওভার বিরতি দিয়ে ১৮তম ওভারে বোলিং আসলে হ্যাটট্রিকসহ টানা চার বলে চার উইকেট তুলে নেওয়ার দুর্লভ কীর্তিটিও গড়ে ফেলেন তিনি। এই ওভারে শুরুর তিন বলে একে একে সাজঘরে ফেরান ডকরেল, গেটকেট ও সিমি সিংকে। ওই সময় ১৮ বলে ৫৩ রান প্রয়োজন ছিলো আয়ারল্যান্ডের। রশিদ খানের ঘূর্ণি জাদুতে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৮ রান তুলতে পারে তারা। ২০তম ওভারে জশ লিটলের উইকেটটি নিয়ে ২৭ রানে মোট ৫ উইকেট শিকার করেন রশিদ।

দুর্লভ এই কীর্তি আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে দেখা যায় না। সবশেষ ২০০৭ বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন এমনটা। এই সিরিজটা অবশ্য স্মরণীয় হয়ে থাকবে আফগানদের জন্য। দ্বিতীয় ম্যাচেও হয়েছে আরও কিছু অবিশ্বাস্য কীর্তি। হযরতউল্লাহ জাজাইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর, সর্বোচ্চ জুটি ও কোনও ব্যাটসম্যানের ব্যাটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে সেই ম্যাচে। ১৬২ রানে অপরাজিত থেকে জাজাই এই সংস্করণের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও গড়েন সেদিন। মাত্র ৬২ বলে ১১ চার ও ১৬ ছয়ে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?