X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘টানা ষষ্ঠ ফাইনালের রেকর্ড আর কখনও হবে না’

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩

সতীর্থদের সঙ্গে পিকের উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদকে হারিয়ে রেকর্ড টানা ষষ্ঠ কোপা দেল রে ফাইনালে উঠেছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলে এই রেকর্ডের পুনরাবৃত্তি আর কখনও হবে না বললেন জেরার্দ পিকে।

আগামী ২৫ মে টানা পঞ্চম ট্রফির লড়াইয়ে নামবে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বৃহস্পতিবার ভ্যালেন্সিয়া ও রিয়াল বেতিসের ম্যাচ শেষে।

২০১৫ সাল থেকে ফাইনালে চিরচেনা দল বার্সা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার ৩-০ গোলে জিতে নিশ্চিত করেছে ফাইনাল। শেষবার তারা স্প্যানিশ কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে হেরেছিল ২০১৪ সালে, রিয়ালের কাছে।

সবশেষ ক্লাসিকো জয়ের পর পিকে বলেছেন, ‘ষষ্ঠ ফাইনালে পৌঁছালাম। আমরা এমন কিছু অর্জন করেছি, যেটা কোপা দেল রেতে আবার কখনও হবে বলে আমার মনে হয় না।’

কয়েক বছর ধরে ফাইনালে উঠলেও উচ্ছ্বাস আগের মতোই আছে বার্সা ডিফেন্ডারের, ‘গত কয়েক বছরে আমরা এটা অনেকবার জিতেছি, কিন্তু আবারও জিততে চাই। ফাইনালে ওঠা সবসময় বিশেষ কিছু। লেভান্তে ও সেভিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর এটা (মাদ্রিদ জয়)। গুরুত্বপূর্ণ একটা জয় ছিল। এখানে জেতা ও ফাইনালে পৌঁছা সবসময় সুখের।’

আগামী শনিবার লা লিগায় আবার রিয়ালের মুখোমুখি হবে বার্সা। ভেন্যু এই সান্তিয়াগো বার্নাব্যুতেই। জয়ের উচ্ছ্বাসে তাই ভাসতে চান না পিকে, ‘আমরা সৌভাগ্যবান যে এখানে অনেক ম্যাচ জিতেছি এবং তার কয়েকটি বড় ব্যবধানে। কিন্তু এই ম্যাচটি ছিল জটিল। তারা আমাদের চেয়ে বেশি পেছনে নেই (লিগে)। আমরা এখন আয়েশে থাকতে পারি না কারণ শনিবার ভালো নাও যেতে পারে। তবে আশা করি পরের ক্লাসিকোয় আমরা ভালো ফল পাবো।’

লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের (৫০) চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা (৫৭)। তাদের চেয়ে ৯ পয়েন্ট দূরে থেকে তিনে রিয়াল (৪৮)। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল