X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জিয়াউরের ব্যাটিং ঝড়ে ফাইনালে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ১৮:৩২আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৯:০৩

সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদের হাত থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন জিয়া দারুণ শুরুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সামনে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রানের লক্ষ্য দিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১৮২ রানের টার্গেট দিয়ে বোলিংয়েও দুর্দান্ত ছিল তারা। কিন্তু জিয়াউর রহমান সব হিসাব-নিকাশ পাল্টে দেন। তার ব্যাটিং বিস্ফোরণে ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ফাইনালে উঠেছে শেখ জামাল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করে শাইনপুকুর। সাব্বির হোসেন ও অধিনায়ক আফিফ হোসেনের দারুণ ইনিংসের পর শুভাগত হোম ঝড়ে ৭ উইকেটে ১৮১ রান করে তারা। লক্ষ্যে নেমে ১৭.৪ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে শেখ জামাল।

এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯২ রান করে ২২ রানের জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল শাইনপুকুর। টানা দ্বিতীয় ম্যাচে আরেকটি বড় স্কোরে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করে তারা। শেখ জামালকে বিরাট লক্ষ্য দেওয়ার পর বোলিংয়েও দুর্দান্ত ছিল আফিফের দল। ৬৫ রানে ধানমন্ডি ক্লাবের ৫ উইকেট তুলে নেয় তারা।

নবম ওভারের শেষ বলে তানভীর হায়দার রানের খাতা না খুলে বিদায় নেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। তখনই ক্রিজে নামেন জিয়াউর। অন্য প্রান্তে ছিলেন অধিনায়ক নুরুল হাসান। দুজনের ১১৭ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় শেখ জামাল। ২৯ বলে চারটি চার ও ৭টি ছয়ে ৭২ রান করেন ম্যাচসেরা জিয়াউর। ৩১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৪৩ রানে খেলছিলেন নুরুল।   

সোহরাওয়ার্দী শুভ শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে পান টিপু সুলতান ও দেলোয়ার হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় শাইনপুকুর। ইনিংসের ষষ্ঠ বলে মোহাম্মদ রাকিব শূন্য রানে ফিরে গেলে সাব্বির ও আফিফের ১১৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

আফিফকে ফিরিয়ে শক্ত এই জুটি ভাঙেন সালাউদ্দিন শাকিল। ৪১ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৫ রান করেন শাইনপুকুর অধিনায়ক। পরের ওভারে সাব্বিরও আউট হন ইলিয়াস সানির কাছে। ৪৭ রান করেন এই ওপেনার।

এরপর শুভাগতর ব্যাটিং ঝড়ে স্কোর বড় করে শাইনপুকুর। ১৭ বলে দুটি করে চার ও ছয়ে ৩১ রান করেন তিনি। ১৭ বলে ২৪ রান করে স্কোর বাড়িয়ে নেন তৌহিদ হৃদয়।

২৮ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার সালাউদ্দিন। এছাড়া দুটি করে নেন শহীদুল ইসলাম ও ইলিয়াস।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ