X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হ্যান্ডবলে ডালিয়ার নতুন চ্যালেঞ্জ

তানজীম আহমেদ
০১ মার্চ ২০১৯, ১৯:০৫আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৯:০৮

দলের সঙ্গে ডালিয়ার সেলফি হ্যান্ডবলে ডালিয়া আক্তারের দুর্দান্ত সাফল্য। জাতীয় দলে খেলছেন প্রায় এক যুগ। নারী হয়েও তিনি দু-দুটি পুরুষ দলের কোচ! জাতীয় চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলা এবং প্রিমিয়ার লিগে প্রাইম স্পোর্টিং ক্লাবের প্রশিক্ষণের দায়িত্বে থাকা ডালিয়ার সামনে এবার নতুন চ্যালেঞ্জ। স্পেশাল অলিম্পিকে মেয়েদের হ্যান্ডবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

আগামী ১৪ থেকে ২১ মার্চ আবুধাবিতে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিক বিশ্ব সামার গেমসে ৯টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। যার মধ্যে আছে নারী বুদ্ধি প্রতিবন্ধীদের হ্যান্ডবলও। আর ডালিয়া এই দলেরই কোচ।

এমন একটা দল নিয়ে কাজ করতে পেরে ডালিয়া গর্বিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা ইচ্ছে করলেই অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় খেলতে পারি না। এশিয়ান গেমসে অংশ নেওয়াই আমাদের জন্য কঠিন, অলিম্পিক তো অনেক দূরের কথা। তাই স্পেশাল অলিম্পিকে বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। ফল যা-ই হোক, এই প্রতিযোগিতায় অংশ নেওয়াই অনেক বড় ব্যাপার।’

পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে ডালিয়ার অধীনে চলছে অনুশীলন গত বছরের জুলাইয়ে ট্রায়াল থেকে ২০ জনকে বাছাই করার পর চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন ১০ জন। গত ১৯ জানুয়ারি এই ১০ জনকে নিয়ে শুরু হয়েছে অনুশীলন। শুরুতে ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল ডালিয়াকে। হ্যান্ডবল কীভাবে খেলে, কী কী নিয়ম-কানুন সে সব বোঝাতে অনেক কষ্ট করতে হয়েছে। তিনি জানালেন, ‘শুরুতে ওদের ভাষা বুঝতে খুব কষ্ট হতো। ওদেরকে বোঝাতে গেলেও সমস্যা হতো। তবে ধীরে ধীরে আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে। দুজন সহকারী কোচ ইশারা ভাষা দিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করেছেন আমাকে। ওদের নিয়ে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এ ধরনের অভিজ্ঞতা তো আগে হয়নি।’

বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে কাজ করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে ডালিয়ার, ‘ওরা অনেক কিছু ভুলে যায়। যা শেখাই সব মনে রাখতে পারে না। মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই যে ওরা ঠিক স্বাভাবিক মেয়ে নয়। ওদের সঙ্গে যত কাজ করছি, তত শিখতে পারছি।’

আবুধাবিতে বড় কিছুর স্বপ্ন দেখছেন না ডালিয়া। এই মেয়েদের নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েই তিনি সন্তুষ্ট, ‘মেয়েরা হ্যান্ডবল খেলাটা কিছুটা রপ্ত করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের স্বাভাবিক খেলোয়াড়দেরই ভালো পারফর্ম করতে কষ্ট হয়, আর ওরা তো স্বাভাবিক নয়। ওরা খেলাটা মাত্র শিখতে শুরু করেছে। তাই ওদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!