X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাতে আবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ১৭:২৩আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৭:২৩

রাতে আবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ফুটবল বিশ্ব যেখানে একটি এল ক্লাসিকোর জন্য করে অধীর অপেক্ষা, সেখানে এক মাসেরও কম সময়ের মধ্যে তিন তিনটি মহারণ। যার শেষটিতে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। এবারের লড়াইটি লা লিগায়, সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে।

তিন দিনের ব্যবধানে দুটি এল ক্লাসিকো। মজার ব্যাপার হলো, দুটো ম্যাচই রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এবং টানা দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। বুধবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল রিয়াল-বার্সেলোনা। উত্তেজনাকর এই লড়াইয়ে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে ৪-১ অগ্রগামিতায় স্প্যানিশ কাপের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।

যাতে ঘরের মাঠে হেরে শেষ হয়ে গেছে রিয়ালের একটি প্রতিযোগিতা। লা লিগার অবস্থাও খুব একটা ভালো নয় মাদ্রিদের ক্লাবটির। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিগের এই ম্যাচটি হেরে গেলে আরও পিছিয়ে পড়বে তারা। ২৫ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল, বিপরীতে তাদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা।

স্প্যানিশ কাপে হারের বদলা নেওয়া সুযোগ রিয়ালের সামনে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে ৩-০ গোলের হারের ক্ষত এখনও টাটকা, সেখানে প্রলেপ লাগাতে কাতালানদের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না কোচ সান্তিয়াগো সোলারি। দিন চারেক আগের ধাক্কা কাটিয়ে উঠতে প্রস্তুত তিনি, ‘(কোপা দেল রেতে) বার্সেলোনার মতো দল মাত্র দুইবার গোলমুখে শট নিতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ম্যাচের ফল সে কথা বলছে না। যাইহোক, আমরা আবারও তৈরি, পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে।’

বার্নাব্যুতে টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে ফুরফুরে মেজাজে বার্সেলোনার খেলোয়াড়রা। প্রথমত রিয়ালকে হারিয়েই নিশ্চিত করেছে একটি প্রতিযোগিতার ফাইনাল, এর সঙ্গে আবার সেই দলের বিপক্ষেই নামতে যাচ্ছে লা লিগার পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে। এবারের এল ক্লাসিকো জিতলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যাবে কাতালানরা। তাতে ট্রেবল জয়ের সম্ভাবনা হবে উজ্জ্বল।

যদিও ত্রিমুকুট নিয়ে মোটেও ভাবছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে। বার্নাব্যুর ম্যাচের আগে তিনি বলেছেন, ‘দুটো ট্রফি জিতলে আপনি ট্রেবলের কথা বলতে পারেন। তার আগে এই আলোচনার সুযোগ নেই। আমরা এখনও কোনও শিরোপা জিতিনি। এখনও অনেক দূর পাড়ি দিতে হবে।’

বার্নাব্যুর কাপের ম্যাচে জোড়া গোল করেছিলেন লুই সুয়ারেস। তবে নিজের সেরা জায়গায় ছিলেন না লিওনেল মেসি। এল ক্লাসিকোতে সবসময়ই আলো ছড়ানো আর্জেন্টাইন ফরোয়ার্ড লিগের জন্যই নাকি সব জমা রেখেছেন- এমন দাবিই অনেক বার্সেলোনা সমর্থকের। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা