X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেষ ম্যাচে হার বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৮:০৩আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:০৬

ম্যাচের আগে বাংলাদেশের মেয়েরা প্রথম দুই ম্যাচ জিতে আগেই এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে চীনকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো লাল-সবুজ দল। কিন্তু মারিয়া-আঁখিরা তেমন লড়াই করতে পারেননি। ৩-০ গোলে হেরে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে চীন গ্রুপসেরা। দ্বিতীয় বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে একমাত্র গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।

রবিবার মিয়ানমারের মান্দালারথিরি স্টেডিয়ামে ২৯ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দাই জিনিয়াওয়ের প্লেসিং শটে ম্যাচের প্রথম গোলের জন্ম।

দুই মিনিট পর সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু তহুরা খাতুনের কাট ব্যাকে পা ছোঁয়াতে পারেননি মিয়ানমারের বিপক্ষে গোল করা মনিকা চাকমা।

দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৪৬ ও ৫৩ মিনিটে শাও জিকিন এবং ওয়াং জিনলিংয়ের গোলে জয় নিশ্চিত হয়ে যায় চীনের।

ম্যাচ শেষে বাংলাদেশের ফরোয়ার্ড আনুচিং মোগিনি বলেছেন, ‘আমাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাহেদা ও শামসুন্নাহার আজ ইনজুরির জন্য খেলতে পারেনি। তবে ওদের ছাড়া শক্তিশালী চীনের সঙ্গে আমরা ভালোই লড়াই করেছি। আসলে নিজেদের দোষে গোল খেয়ে আমরা ম্যাচে ফিরতে পারিনি।’

আগামী সেপ্টেম্বরে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলবে ৮টি দল। স্বাগতিক থাইল্যান্ড, গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান এবং বাংলাদেশ-চীনের সঙ্গে যোগ দেবে দ্বিতীয় পর্বের ‘এ’ গ্রুপের সেরা দুই দল। স্বাগতিক লাওস, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ইরানকে নিয়ে গড়া ‘এ’ গ্রুপের লড়াই শুরু হচ্ছে আজ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়