X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়াগনারের তোপে অস্বস্তিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ০৮:০৪আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৮:১৪

ওয়াগনারের তোপে বিপদে বাংলাদেশ তামিম ইকবালের ব্যাটে সম্ভাবনাময়ী শুরু হয় বাংলাদেশের। কিন্তু নেইল ওয়াগনার বল হাতে নিয়ে তার ইতি টানেন। ডানহাতি এই পেসারের তোপে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে ৫২ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান সফরকারীদের।

বেসিন রিজার্ভে বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। রবিবার তৃতীয় দিন রোদেলা সকালে আধঘণ্টা আগে টস হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে নেন ফিল্ডিং। আরেকবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে জ্বলে ওঠেন তামিম।

হ্যামিল্টন টেস্টের পর ওয়েলিংটনেও চমৎকার তামিম। হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৮১ বলে ৬ চারে ফিফটি করেন। তার আগে ৭৫ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে নিয়ে।

২১তম ওভারে এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫৩ বলে ২৭ রান করে রস টেলরের ক্যাচ হন সাদমান।

কিছুক্ষণ পর বল হাতে নেন ওয়াগনার। প্রথম ওভারে ১০ রান দিলেও পরের তিন ওভারে মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে ফেরান তিনি। এই আঘাতে বাংলাদেশ প্রথম সেশন শেষ করে ৩ উইকেটে ১২৭ রানে।

লাঞ্চে যাওয়ার কিছুক্ষণ আগে ওয়াগনারের বলে ১৫ রানে বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন মুমিনুল (১৫)। আগের বলেই রিভিউ নিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন তিনি।

মিঠুনকেও নিজের শিকার বানান ওয়াগনার। কিউই পেসার তার পরের ওভারে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন তাকে। তার আগের বলে ওয়াগনার কট বিহাইন্ডের জোরালো আবেদন করলে আম্পায়ার আঙুল তোলেন। রিভিউ নিয়ে ওই যাত্রায় মিঠুন বেঁচে গেলেও পরের বলে বিদায় নেন। মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

দ্রুত দুই ব্যাটসম্যানকে হারালেও তামিমের ফিফটিতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই তাকে থামান ওয়াগনার। ১১৪ বলে ১৯ চারে ৭৪ রান করেন তামিম। তিনি ক্যাচ দেন টিম সাউদিকে। হ্যামিল্টনে শেষ ইনিংসে লড়াই করা ‍মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার মাঠে নেমে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে পারেননি। ২০ রান করে ম্যাট হেনরির শিকার হন সৌম্য। মাত্র ১৩ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে ওয়াগনার তার চতুর্থ উইকেট পান।

১৬৮ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে ফেরাতে ক্রিজে আছেন লিটন দাস ও তাইজুল ইসলাম।

এই টেস্টে দুটি বদল নিয়ে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। আর নিউজিল্যান্ড দলে টড অ্যাস্টল জায়গা হারিয়েছেন ম্যাট হেনরির কাছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান