X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘লাল-সবুজ পতাকা নিয়ে সাফল্য পেলে খুব ভালো লাগবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ২২:০৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ২২:০৯

জাতীয় সাঁতারে তিনটি রেকর্ড সহ চারটি সোনা জিতেছেন জুনায়না জন্ম আর বেড়ে ওঠা লন্ডনে হলেও নাড়ির টান এড়াতে পারেননি জুনায়না আহমেদ। বছর দেড়েক আগে বাবার সঙ্গে বাংলাদেশে এসে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন তিনি। চলমান জাতীয় সাঁতারেও তার দারুণ পারফরম্যান্স। ভবিষ্যতে লাল-সবুজ পতাকা বুকে জড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য চান জুনায়না।

২০১৭ সালের অক্টোবরে বয়সভিত্তিক সাঁতারে ১১টি ইভেন্টে অংশ নিয়ে ১০টিতেই প্রথম হয়েছিলেন তিনি, যার মধ্যে জাতীয় রেকর্ড ছিল ৮টি ইভেন্টে। ‘বড়’দের সঙ্গে লড়াই করেও জুনায়না সফল। জাতীয় সাঁতারে তিনটি রেকর্ড সহ চারটি সোনা জিতেছেন তিনি। রবিবার প্রতিযোগিতার প্রথম দিনে ২০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রেকর্ড গড়েছেন। সোমবারও তার জয়জয়কার। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রেকর্ড গড়ার পর ৫০ মিটার ফ্রিস্টাইলেও জুনায়না প্রথম। শেষ ইভেন্টে অবশ্য রেকর্ড ভাঙতে পারেননি।

এমন পারফরম্যান্সে জুনায়না উচ্ছ্বসিত। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘জাতীয় সাঁতারে প্রথমবার অংশ নিয়েই সাফল্য পেয়ে খুব ভালো লাগছে। আগামীকাল প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত সাফল্য ধরে রাখতে চাই।’

জাতীয় সাঁতারে সাফল্যের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করতে চান জুনায়না, ‘ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে চাই। এখন এটাই আমার স্বপ্ন। লাল-সবুজ পতাকা নিয়ে স্বর্ণপদক জিততে পারলে খুব ভালো লাগবে।’

মাত্র ছয় বছর বয়সে লন্ডনে সাঁতার শেখা শুরু জুনায়নার। লন্ডন চ্যাম্পিয়নশিপ, এসেক্স চ্যাম্পিয়নশিপ সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। বৃটেনের পাশাপাশি বাংলাদেশের পাসপোর্ট আছে তার।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি