X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মোহামেডানের টানা দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৮:১৯আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:৩৯

মোহামেডানের টানা দ্বিতীয় জয় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুটা দারুণ ‍হয়েছে মোহামেডানের। এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ছে তারা। মঙ্গলবার মোহামেডানের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মোহামেডান-খেলাঘর

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় দিয়ে এবারের ডিপিএল শুরু করেছিল মোহামেডান। মঙ্গলবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়ে পেয়েছে টানা দ্বিতীয় জয়। খেলাঘর ৪৭.৩ ওভারে ২২৫ রানে অলআউট হলে মোহামেডান ৬ উইকেট হারিয়ে ৪ বল আগে নিশ্চিত করে জয়।

মোহামেডানের বোলারদের সামনে মোসাদ্দেক ইফতেখার ছাড়া খেলাঘরের আর কোনও ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেকের ৮৭ রানে ২২৫ রানে অলআউট হয় খেলাঘর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। মোহামেডানের সবচেয়ে সফল বোলার সোহাগ গাজী ৪১ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন কাজী অনিক ও আলাউদ্দিন বাবু।

২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানের জয় নিশ্চিত করেন অধিনায়ক রকিবুল হাসান। ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ৮৮ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি ৮ বাউন্ডারি ও এক ছক্কায়। এছাড়া ৪০ রান করেন ওপেনার আব্দুল মজিদ, আর নাদিফ চৌধুরীর ব্যাট থেকে আসে ৩৯ রান। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রকিবুল।

প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক

বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আল-আমিনের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরে ৩০১ রান জমা করেও হেরেছে। প্রাইম দোলেশ্বর ৫ উইকেট হারিয়ে ১০ বল আগেই নিশ্চিত করে জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের শুরুটা ভালো না হলেও আল-আমিনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় তারা। চার নম্বরে নেমে এই ব্যাটসম্যান ৯৯ বলে খেলেন ১১১ রানের ইনিংস, যাতে ছিল ৮ বাউন্ডারির সঙ্গে ৪ ছক্কার মার। ৫৭ রান এসেছে সুদীপ চ্যাটার্জির ব্যাট থেকে।

প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি, ফরহাদ রেজা ও সৈকত আলী প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট।

৩০২ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে তিন হাফসেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌঁছে যায় দোলেশ্বর। ওপেনার সাইফ হাসান (৮৫), মার্শাল আইয়ুব (৭৬) ও সাদ নাসিম (৬৪) পূরণ করেন ফিফটি। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফরহাদ রেজা, শেষ দিকে তিনি ১৫ বলে খেলেন ঝড়ো ৩৫* রানের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন সাদ নাসিম।

প্রাইম ব্যাংকের বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ২টি করে উইকেট পেয়েছেন মনির হোসেন ও আরিফুল হক।

বিকেএসপি-গাজী গ্রুপ

ফতুল্লায় বিকেএসপিকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। বিকেএসপির ৫০ ওভারে ৭ উইকেটে করা ২৪৯ রান ৬ উইকেট হারিয়ে ৪ বল আগেই টপকে যায় গাজী গ্রুপ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বিকেএসপি। উদ্বোধনী জুটিতে রাতুল খান ও মাহমুদুল হাসান যোগ করেন ১৫০। রাতুল করেন ৩৪ রান, আর মাহমুদুলের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৮৫ রান। ওয়ান ডাউনে নামা আমিনুল ইসলাম ৬৩ রানে অপরাজিত থাকেন। চারে খেলা শামীম হাসান ৪৪ রান করলেও স্কোর বেশিদূর নিতে পারেনি বিকেএসপি।

২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে মেহেদী হাসান ও তৌহিদ তারেকের হাফসেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ। মেহেদী করেন ৭০, আর ৭৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাচসেরা তৌহিদ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!