X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্থানীয় এক নারী সতর্ক করেন তামিমদের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১২:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৩:১৬

স্থানীয় এক নারী সতর্ক করেন তামিমদের! অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তামিম-মুশফিকরা। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো। ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপদে থাকলেও আতঙ্ক বিরাজ করছে ক্রিকেটারদের মনে।

হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। অনুশীলন শেষে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান কয়েকজন ক্রিকেটার।

সংবাদ সম্মেলনের জন্য মসজিদে যেতে দেরি হওয়াতেই মূলত বেঁচে যান মুশফিক-তামিমরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় এক নারী বাংলাদেশের ক্রিকেটারদের সতর্ক করেন গোলাগুলির কথা জানিয়ে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। ওখান থেকে বাংলাদেশ দলকে বিশেষ নিরাপত্তায় নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের ক্রিকেট দলের সদস্যরা সবাই টিম হোটেলে ফিরেছেন। সবাই নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বক্ষণিকভাবে দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।

টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও নিউ জিল্যান্ড থেকে জানিয়েছেন, ‘ছেলেদের চোখে মুখে আতঙ্ক থাকলেও সবাই নিরাপদে হোটেলে আছেন।’

ক্রাইস্টচার্চে শেষ টেস্ট খেলে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টেস্ট বাতিল হয়ে যাওয়ার তাদের আগেভাগেই ফিরতে হবে। এ ব্যাপারে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে যে ফ্লাইট পাওয়া যাবে, তাতে করেই দেশে ফিরবেন তারা।

খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলেও প্রত্যেকেই বলেছেন, তারা নিরাপদে আছেন। তবে কবে দেশে ফিরবেন এ ব্যাপারে তারা কিছু জানেন না।

মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দলের সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে বেলা ১২টায় বোর্ড প্রধান সংবাদ মাধ্যমের সঙ্গে বিস্তারিত তুলে ধরবেন।’

মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় কিছুক্ষণ আগে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হয়েছে। এ ব্যাপারে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বাতিলের খবরটি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ১২টায় গুলশানের নিজ বাসায় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এ ব্যাপারে কথা বলবেন। 

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়