X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ক্রিকেটাররা নিরাপদে আছে: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৪:৪৪আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৬:০৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বিচলিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ওই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন মাহমুদউল্লাহরা। ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে ছিল তাদের বাস। গোলাগুলির ঘটনা বেশ কাছে থেকেই দেখেছেন তারা। তবে নিরাপদেই বাস থেকে নেমে হ্যাগলি পার্ক দিয়ে টিম হোটেলে পৌঁছান সব ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, খেলোয়াড়দের সবাই নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফেরাতে সরকারি পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে জানান তিনি।

সবশেষ পাওয়া খবরে নাজমুল বলেন, ‘সবশেষ খবর হচ্ছে আমাদের পুরো দলের সবাই নিরাপদে হোটেলে পৌঁছেছে। তারা এখন হোটেলেই আছে। আমি খবর পাওয়ার পরপরই কথা বলি পাইলটের সঙ্গে। তারপর তামিমের সাথে কথা হয় আমার তখনই। আমি মুশফিক-রিয়াদ ওদের সাথেও কথা বলেছি। তারা সবাই এখন হোটেলে আছে এবং নিরাপদ আছে।’

বাংলাদেশ দলকে দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান নাজমুল। এনিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে কথা হয়েছে বোর্ড সভাপতির , ‘আমি যখন শুনেছি তারা হোটেলে পৌঁছেছে, তারপরই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করেছি। তাকে বলেছি দলকে যত দ্রুত সম্ভব আমি বাংলাদেশে নিয়ে আসতে চাই। এখন তো ওখানে তারা হোটেলেই আছে। নিউজিল্যান্ডে এখন তো সব বন্ধ রয়েছে। কোথাও কিছু চলছে কিনা, বিমানবন্দর চালু আছে কিনা সেটাও তো আমরা জানি না। আমি তাকে বলেছি আমরা এখান থেকে টিকিট কাটার ব্যবস্থা করছি। কিন্তু ক্রিকেটারদের হোটেল থেকে বের করে বিমানে ওঠানোর ব্যবস্থা করার জন্য সাহায্য করতে হবে। তিনি বলেছেন- এক্ষুণি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন