X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ক্রিকেটাররা নিরাপদে আছে: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৪:৪৪আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৬:০৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বিচলিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ওই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন মাহমুদউল্লাহরা। ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে ছিল তাদের বাস। গোলাগুলির ঘটনা বেশ কাছে থেকেই দেখেছেন তারা। তবে নিরাপদেই বাস থেকে নেমে হ্যাগলি পার্ক দিয়ে টিম হোটেলে পৌঁছান সব ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, খেলোয়াড়দের সবাই নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফেরাতে সরকারি পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে জানান তিনি।

সবশেষ পাওয়া খবরে নাজমুল বলেন, ‘সবশেষ খবর হচ্ছে আমাদের পুরো দলের সবাই নিরাপদে হোটেলে পৌঁছেছে। তারা এখন হোটেলেই আছে। আমি খবর পাওয়ার পরপরই কথা বলি পাইলটের সঙ্গে। তারপর তামিমের সাথে কথা হয় আমার তখনই। আমি মুশফিক-রিয়াদ ওদের সাথেও কথা বলেছি। তারা সবাই এখন হোটেলে আছে এবং নিরাপদ আছে।’

বাংলাদেশ দলকে দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান নাজমুল। এনিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে কথা হয়েছে বোর্ড সভাপতির , ‘আমি যখন শুনেছি তারা হোটেলে পৌঁছেছে, তারপরই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করেছি। তাকে বলেছি দলকে যত দ্রুত সম্ভব আমি বাংলাদেশে নিয়ে আসতে চাই। এখন তো ওখানে তারা হোটেলেই আছে। নিউজিল্যান্ডে এখন তো সব বন্ধ রয়েছে। কোথাও কিছু চলছে কিনা, বিমানবন্দর চালু আছে কিনা সেটাও তো আমরা জানি না। আমি তাকে বলেছি আমরা এখান থেকে টিকিট কাটার ব্যবস্থা করছি। কিন্তু ক্রিকেটারদের হোটেল থেকে বের করে বিমানে ওঠানোর ব্যবস্থা করার জন্য সাহায্য করতে হবে। তিনি বলেছেন- এক্ষুণি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা